• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৪:০১ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ ছুটির পর খুলতেই বড় দর পতন দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৭৮% বাসার গ্রিল কেটে ৩০ ভরি স্বর্ণ চুরি এবার ঈদ ও নববর্ষে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি: ডিএমপি কমিশনার প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই কি শেষ?  নিজেদের রেকর্ড ভেঙে আইপিএলের সর্বোচ্চ রান হায়দরাবাদের ওমানের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলে হামলার পর ইরানের সব বিমানবন্দর খুলল ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে ইরানের ৯ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাড়াবাড়ি করলে ইসরায়েলে আরও ১০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ইরানের ডলারের বিপরীতে সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপির মান বগুড়ায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার নড়াইলে ১৫ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন মেলায় যাওয়ার টাকা না দেয়ায় কিশোরের আত্মহত্যা পঞ্চাশোর্ধ নারীকে ধর্ষণের অভিযোগে মামলা

ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০ রোগী

বিশেষ প্রতিনিধি দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরো ২৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭১২ জনে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২২০ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ১৭১ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৫৩৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ১৭৪ জন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৮ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৬০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮ হাজার ৬৭০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.