• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ ক্যাবরেরার টেকনিক নিয়ে প্রশ্ন ব্রাজিলের ভয়ংকর তিন কাতারের আমির ঢাকায় আসছেন ২২ এপ্রিল  অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা নকশায় ‘ত্রুটি নিয়ে’ গণশুনানিতে ক্ষোভ আড়ত ভাঙলে পাঁজর ভাঙবে ব্যবসায়ীদের গ্রামে সর্বজনীন পেনশন নিবন্ধন সহজ হচ্ছে ২৯ রমজান কি অফিস খোলা? বাংলাদেশ ইউনানী মেডিকেটেড কসমেটিক এর সম্ভাব্না শীর্ষক সেমিনার” ২০২৪ ইং। বাইডেনের শীর্ষ অগ্রাধিকারে বাংলাদেশের গণতন্ত্র সীমান্তে হত্যা বন্ধে আগেই অনুরোধ করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী জিম্মি নাবিকদের উদ্ধারে আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচন: ৫৪ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী ফায়ে কেজরিওয়ালকে গ্রেফতারসহ ভারতের বিভিন্ন ইস্যু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান আর নেই

স্পেনের সামনে সাহসী মরক্কো

খেলাধুলা ডেস্ক ‘ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে এড়াতে স্পেন ইচ্ছা করে হেরেছে জাপানের কাছে’—স্পেনের গ্রুপে রানার্স আপ হওয়া নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য মেক্সিকো ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা হুগো সানচেসের। রিয়ালের জার্সিতে পাঁচটি লা লিগা জেতা এই তারকার অভিযোগের চর্চা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। স্পেনের তাতে বয়েই গেছে। কোনো সমালোচনায় গা না ভাসিয়ে ২০১০ সালের পর আরো একটি বিশ্বকাপ জিততে প্রত্যয়ী তারা।সেই অভিযানে আজ শেষ ষোলোয় মরক্কোর সামনে লুই এনরিকের দল।মরক্কো এই বিশ্বকাপেরই বিস্ময়। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন—গ্রুপ পর্বে কোনো জায়ান্টই হারের হাত থেকে রেহাই পায়নি। সেখানে গ্রুপ পর্বে মরক্কোর অজেয় থাকাটা বিস্ময়করই। গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে শুরুর পর এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনদের সোনালি প্রজন্মের বেলজিয়ামকে স্তব্ধ করে জিতেছিল ২-০ গোলে। শেষ ম্যাচে কানাডাকে হারিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ১৯৮৬ সালের পর প্রথমবার শেষ ষোলোয় তারা। বিশ্বকাপে আফ্রিকার মশালটা তাই আশরাফ হাকিমি, হাকিম জিয়েকদের হাতে।স্পেন তিকি-তাকার ফুল ফুটিয়ে প্রথম ম্যাচে কোস্টারিকাকে বিধ্বস্ত করেছিল ৭-০ গোলে। তবে উইং দিয়ে আক্রমণ করার কৌশলে খেলা মরক্কো চাইবে বলের দখল নিয়ে মাথা না ঘামিয়ে গতি দিয়ে স্পেনকে হারাতে। নকআউট বলে ম্যাচ গড়াতে পারে টাইব্রেকারেও। এর প্রস্তুতি আছে বলে জানালেন স্প্যানিয়ার্ড কোচ লুই এনরিকে,‘গত ইউরোয় আমরা টাইব্রেকারে ইতালির কাছে হেরেছি। পেনাল্টি কিন্তু লটারি নয়। খেলোয়াড়দের বলেছিলাম বিশ্বকাপের আগে সবাই যেন ১০০০ পেনাল্টি অনুশীলন করে আসে। আমার ধারণা সবাই নিজেদের হোম ওয়ার্ক করে এসেছে। ’স্পেনের মাঝমাঠের খেলাটা নিয়ন্ত্রণ করেন বার্সার দুই তরুণ গাবি ও পেদ্রি। স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন গাবি। তাঁদের নিয়ে শেষ পর্যন্ত যাওয়াই লক্ষ্য কোচ লুই এনরিকের। তবে সেটা হৃদয়কাড়া ফুটবলে সম্ভব নয়, ভালোই জানা তাঁর, ‘কিছু দলের খেলা দেখে মনে হবে ভাত খাচ্ছে মামুলি সবজি দিয়ে। কোনো দলই ছোট ছোট পাসে আমাদের মাঠে ফুল ফোটাতে দেবে না। তাই লং পাসে খেলার ভাবনাও আছে আমাদের।বিশ্বকাপ শুরুর মাত্র তিন মাস আগে কোচিং প্যানেল বদলে গিয়েছিল মরক্কোর। তিন বছর ধরে কাজ করা ভাহিদ হালিলহোজিচকে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় ওয়ালিদ রেগরাগুইকে। মরক্কোর সাবেক এই ফুটবলার ফিরিয়ে আনেন হাকিম জিয়েক, আবদের রাজ্জাক ও নওশাইর মাজরায়িকে। তাঁদের ফেরানো যে ভুল ছিল না, সেটা এখন প্রমাণিত। আজ স্পেনকে থামিয়ে তারা কি পারবে নিজেদের অগ্রযাত্রাটা ধরে রাখতে? 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.