• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ ফের আগ্রাসনের চেষ্টা করলে ইসরায়েলকে শক্তিশালী জবাবের হুঁশিয়ার ইরানের গাজায় এক গণকবরেই মিলল ৩০০ লাশ ইসরায়েলের গভীরে হামলার দাবি হিজবুল্লাহর বেনজীরের সম্পদ অনুসন্ধানে দুদক দুর্নীতির একটা সীমা থাকে, এটা সাগরচুরি বেনজীরের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট প্রভাবমুক্ত থেকে দুদককে অনুসন্ধান করতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই রেয়াত সুবিধা বাতিল, ঢাকা থেকে ১৫ রুটে যত বাড়ছে ট্রেনের ভাড়া চলমান তাপপ্রবাহ আরো কতদিন থাকবে, যা জানা গেল রংধনুর রফিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক বেনজীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান, অগ্রগতির প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন : হাইকোর্ট উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা

ঝালকাঠিতে আওয়ামী লীগ ৩শ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি থানায় বুধবার (৭ ডিসেম্বর) বিকালে বিএনপির ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে এজাহার রেকর্ডের মধ্য দিয়ে জেলাজুড়ে ক্ষমতাশীন আওয়ামীলীগের চলমান মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বাদী হয়ে বিষ্ফোরক আইনে দায়েরকৃত মামলায় জেলা বিএনপির ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫/৩০ জনকে আসামী করে মামলা (নং-০৩) হয়েছে। এরমধ্য দিয়ে গত ৮দিনে জেলার ৪টি থানায় জেলা-উপজেলা বিএনপির অংগসংগঠনের ৭৮জন নামধারী  ও অজ্ঞানামা ২২০ জনসহ প্রায় ৩শ নেতাকর্মীকে আসামী করা হয়েছে। আওয়ামীলীগ নেতারা বাদী হয়ে দায়েরকৃত সব কয়টি মামলা বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে রেকর্ড করা হয়েছে।

সদর থানার ওসি মো: নাসির উদ্দীন সরকার জানান, ঝালকাঠি জেলা ছাত্রীগের নেতাকর্মীরা ছাত্রলীগের কেদ্রীয় সম্মেলন শেষে ঢাকা থেকে ঝালকাঠি ফিরছিলো। মঙ্গলবার রাত নয়টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণকাঠি ব্রাকমোড় ব্রীজ এলাকায় বাস দুটি পৌছালে বাসে বোমা হামলার ঘটনা ঘটে।জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বাদী হয়ে জেলা বিএনপির সদস্য সচিব এড. শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, জেলা যুবদলের আহ্বাক শামীম তালুকদারসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা (নং-৩) দায়ের করা হয়েছে।এরআগে ৪ ডিসেম্বর কাঠালিয়া উপজেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক নাজমুল হাসান সুজন বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি-সাধারন সম্পাদকসহ ৯জনের নামোল্লেখ ও ৬০জন অজ্ঞাতনামা আসামী করে বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা নং-৩ দায়ের করে।অন্যদিকে ২ ডিসেম্বর নলছিটি ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জুয়েল খান বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি-সাধারন সম্পাদকসহ ২৯জনের নামোল্লেখ ও ৫০জন অজ্ঞাতনামা আসামী করে বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।এছাড়া গত ২৯ নভেম্বর রাজাপুর উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক রফেকুল ইসলাম ইলিয়াশ ফরাজী বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি-সাধারন সম্পাদকসহ ২৬জনের নামোল্লেখ ও ৭০/৮০জন অজ্ঞাতনামা আসামী করে বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন ও সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন এক বিবৃতিতে ‘এসব মিথ্যা ও গায়েবী মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আগামী ১০ ডিসেম্বরের ঢাকার গণসমাবেশে নেতাকর্মী সহ জনতার ঢল ঠেকাতে ফ্যাসিবাদী সরকারের এহেন অপচেষ্টায় কোন লাভ হবে না উল্লেখ করে নেতাকর্মীদের ঢাকা যাওয়ার প্রস্তুতী নিতে আহবান জানান’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.