• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল সোচ্চার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে: মির্জা ফখরুল উপজেলা নির্বাচনের সময় সম্মেলন ও কমিটি গঠন বন্ধ: ওবায়দুল কাদের ১০ দিনে ৫ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ সন্তানকে বুকে আঁকড়ে প্রাণ বাঁচাতে ছোটাছুটি বাংলাদেশি পর্যটকদের জন্য ভুটানকে ভ্রমণ ফি কমানোর অনুরোধ অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী এভিয়েশন শিল্পে কারিগরি সহযোগিতা দিতে চায় জার্মানি ৯ দেশের ১২ রুটে চলছে ইউএস বাংলার ফ্লাইট অভিযান শেষে ফেরার পথে রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত ইউক্রেনের সেনা পাঠানো থেকে এক কদম দূরে রয়েছে ন্যাটো জোট সেনা ঘাঁটিতে বিস্ফোরণের সময় আকাশে কোনো ড্রোন বা বিমান ছিল না : ইরাক তুরস্কে হামাস প্রধান হানিয়া, এরদোয়ানের সঙ্গে আলোচনা নাইজার থেকে এবার সেনা প্রত্যাহার করছে আমেরিকা তাপপ্রবাহ আরও কত দিন থাকবে জানালো আবহাওয়া অধিদপ্তর

নয়াপল্টনে সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে

বিশেষ প্রতিনিধি বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছে গণতন্ত্র মঞ্চ। সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের উপর বর্বর পুলিশি হামলা, গণ গ্রেপ্তার, গুলি করে হত্যা এবং সভাসমাবেশের বাঁধা প্রদান সরকারের চূড়ান্ত ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। সরকার গণ আন্দোলন দমাতে সর্বশক্তি প্রয়োগ করছে। ‘

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনিসংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার লক্ষ্যে পুলিশ এবং দলীয় ক্যাডারদের দিয়ে বিরোধী দলের নিরীহ নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা চালাচ্ছে। আগামী ১০ ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে গতকাল বিএনপির নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়ে সরকার ভয়াবহ, ভীতিকর ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। এটি সরকারের চূড়ান্ত ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে সরকার গণ আন্দোলন দমনের জন্য সর্বশক্তি প্রয়োগ করছে।যুগপৎ লড়াইয়ের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেন মান্না। তিনি বলেন, ‘আমরা আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের প্রতি সমর্থন জানাচ্ছি। উস্কানিমূলক আচরণের মধ্যে দিয়ে সরকার শান্তিপূর্ণ কর্মসূচিকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। এর দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। দখলদার, খুনি, ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে বিএনপিসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক শক্তির সাথে যুগপৎ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে গণতন্ত্র মঞ্চ।সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘বিরোধীদলের আওয়ামীলীগের হত্যা-জুলুম ইতিহাসে নিকৃষ্টতম অধ্যায়ের জন্ম দিয়েছে। আওয়ামী লীগ সরকার পুলিশ-প্রশাশনকে ব্যবহার করে দমন-পীড়ন, নির্যাতন করতেই থাকবে। সেই নিপীড়ন মোকাবিলা করে অতীতে জনগণ জয়লাভ করেছে, ভবিষ্যতেও করবে। স্বৈরাচারের বিরুদ্ধে গনতন্ত্র পুনরুদ্ধারের লড়াই অব্যাহত রাখতে হবে।সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলুসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.