• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ ফের আগ্রাসনের চেষ্টা করলে ইসরায়েলকে শক্তিশালী জবাবের হুঁশিয়ার ইরানের গাজায় এক গণকবরেই মিলল ৩০০ লাশ ইসরায়েলের গভীরে হামলার দাবি হিজবুল্লাহর বেনজীরের সম্পদ অনুসন্ধানে দুদক দুর্নীতির একটা সীমা থাকে, এটা সাগরচুরি বেনজীরের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট প্রভাবমুক্ত থেকে দুদককে অনুসন্ধান করতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই রেয়াত সুবিধা বাতিল, ঢাকা থেকে ১৫ রুটে যত বাড়ছে ট্রেনের ভাড়া চলমান তাপপ্রবাহ আরো কতদিন থাকবে, যা জানা গেল রংধনুর রফিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক বেনজীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান, অগ্রগতির প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন : হাইকোর্ট উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা

পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।  অভিযানের সময় ইসরায়েলি বাহিনী এই তিন ফিলিস্তিনিকে হত্যা করে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক মাসের অস্থিরতার পর এটি এই অঞ্চলে সর্বশেষ একটি সহিংসতা।ইসরায়েলি বাহিনী সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই অভিযান চালিয়েছে।যার মধ্যে অনেকগুলোই খুব মারাত্মক অভিযান ছিল। ইসরায়েলিদের ওপর একের পর এক মারাত্মক আক্রমণ চালায় তারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে জেনিনে ইসরায়েলি বাহিনী তিনজনকে গুলি করে হত্যা করে।এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সৈন্যরা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকা সন্দেহভাজনদের ধরতে জেনিনে প্রবেশ করেছিল। ওই অঞ্চলে প্রবেশ করলে সৈন্যদের ওপর গুলি চালানো হয়, জবাবে তারাও পাল্টা গুলি চালায়।  সৈন্যরা আহতদের মধ্যে একজনকে বহনকারী একটি অ্যাম্বুল্যান্সে গুলি চালিয়েছে এমন অভিযোগের কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।  

ইসলামিক জিহাদ জঙ্গিগোষ্ঠী বলেছে, তাদের যোদ্ধারা জেনিনে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ভীষণ সংঘর্ষে লিপ্ত হয়। জেনিনে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে নিহতদের শনাক্ত করেছে আত্তা শালাবি, সিদকি জাকারনেহ এবং তারিক দামেজ।ইসরায়েলি সেনাবাহিনী আরো জানায়, তারা বেথলেহেম এবং রামাল্লাসহ শহরগুলো থেকে সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পশ্চিম তীরে একাধিক অভিযান চালিয়েছে।এই বছর সহিংসতায় ইসরায়েল ও পশ্চিম তীরে কমপক্ষে ১৫০ ফিলিস্তিনি এবং ২৬ ইসরায়েলি নিহত হয়েছে। এদের মধ্যে জেনিন এলাকায় ইসরায়েলি অভিযানের সময় ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ১২ বছরের কম বয়সী শিশু এবং প্রবীণ ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেসহ জঙ্গিরাও রয়েছে ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.