• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী কৃষির মাধ্যমেই আসবে সমৃদ্ধি: কৃষিমন্ত্রী ড. ইউনূসের স্থায়ী জামিন হয়নি, মেয়াদ বাড়িয়েছেন ট্রাইব্যুনাল জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্যের বিষয়টিও যুক্ত করা হবে : পরিবেশমন্ত্রী বিদেশে কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর উপজেলা নির্বাচন বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা বিএনপির ‘অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেয়া হবে’ রুমায় অস্ত্র-গোলাবারুদসহ কেএনএফের ৯ সদস্য গ্রেফতার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল সৌদি আরব The Ultimate Guide To Dating Laotian Women ছুটির পর খুলতেই বড় দর পতন দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৭৮% বাসার গ্রিল কেটে ৩০ ভরি স্বর্ণ চুরি এবার ঈদ ও নববর্ষে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি: ডিএমপি কমিশনার প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই কি শেষ? 

যশোরে অভয়নগরে রাকিবুল হত‍্যা মামলার একজনকে অস্ত্রসহ আটক করেছেডিবি পুলিশ 

যশোর প্রতিনিধি :যশোরের অভয়গরের রাকিবুল হত্যা মামলায় একজনকে অস্ত্রসহ আটক করেছে ডিবি পুলিশ। পুলিশের দাবি সে চরমপন্থি দলের সক্রিয় সদস্য। আটক সোলায়মান ওরফে জুয়েল মোল্লা ওরফে জুয়েল খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।যশোর ডিবি জানায়,এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে এসআই মফিজুল ইসলামের সম্বন্বয়ে একটি টিম শনিবার বিকেলে ঢাকা সাভারের নিমেরটেক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তারা জানতে পারেন সোলায়মান নিউ কমিউনিষ্ট পার্টির সক্রিয় সদস্য। পরে তাকে অভয়নগর আনা হয়। এরপর তার স্বীকারোক্তিতে উপজেলার দত্তগাতি গ্রামের এ ঘটনার সাথে জড়িত আরেক আসামি জিয়াউর রহমান ওরফে জিয়ার বাড়ির গোয়ালঘর থেকে একটি বিদেশেী পিস্তল উদ্ধার করা হয়।এ ঘটনায় এসআই শেখ আবু হাসান বাদী হয়ে অভয়নগর থানায় পৃথক একটি অস্ত্র মামলা করেছেন।ডিবি আরও জানায়,আটকের পর সোলায়মান জানিয়েছেন তারা খুলনা ফুলতলার শিমুল ভুইয়ার নির্দেশে ও দত্তগাতি সাইফুল আলম মেম্বারের নেতৃত্বে এ হত্যাকান্ড পরিচালনা করেন ।এরপর তারা সটকে পরে।উল্লেখ্য, গতবছরের ১২ মে রাত আটটার পর অভয়নগর জামিরা বাজার সংলগ্ন রাস্তার ওপর রকিবুল ইসলামকে মাথায় গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় রকিবুল ও তার স্ত্রী মটরসাইকেলে ছিলেন। স্ত্রীর সামনেই নৃশাংশ ভাবে হত্যা করা হয় রকিবুলকে। এ ঘটনায় মামলা হয়। মামলাটি তদন্তের দায়িত্বপায় ডিবি পুলিশ।তদন্তকালে হত্যার সাথে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। তবে এখনো প লাতক রয়েছেন অন্যতম অভিযুক্ত জুয়েল, রাজু ও সাগর।এছাড়া এ ঘটনার সাথে জড়িত আরেক আসামি সুব্রত মন্ডলকে গত ১১ জানুয়ারি সন্ত্রাসীরা একই স্থানে একইভাবে মাথায় গুলি করে হত্যা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.