• শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৫:০৮ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ শি জিনপিংকে কিয়েভে আমন্ত্রণ জানালেন জেলেনস্কি যুক্তরাষ্ট্রে দু’টি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৯ স্ব-আরোপিত নির্বাসন থেকে দেশে ফিরলেন বলসোনারো ডিমের মূল্যবৃদ্ধিতে মার্কিন কোম্পানির মুনাফা ৭০০ শতাংশ! গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় মার্কিন সাংবাদিক আটক জাহাঙ্গীরের মেয়র পদ নিয়ে রায়ের দিন পিছিয়ে মঙ্গলবার ধার্য দেশের বিভিন্ন জায়গায় ঝড়ের আভাস সাংবাদিক হয়রানি, আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ ১২ দেশের উদ্বেগ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার সময়োচিত সংস্কারের প্রশংসায় ব্লুমবার্গ এই ঈদেও পদ্মা সেতুতে বাইক চলবে না, বিকল্প শিমুলিয়া জামিন আবেদন নামঞ্জুর, সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ৫ এপ্রিল থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল ঈদের ৬ দিন ফেরিতে সাধারণ ট্রাক পারাপার বন্ধ বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে : জিএম কাদের

গাজীপুরে প্রতারক চক্রের তিনজন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি গাজীপুরে বিকাশ প্রতারক চক্রের নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে জিএমপি’র কোনাবাড়ী থানা পুলিশ। তাদেরকে জেলার কালিয়াকৈর ও টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৭ হাজার টাকা, ১টি মোটরসাইকেল ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো: শামছুর রহমান তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।গ্রেফতারকৃতরা হলো-গাজীপুরের কালিয়াকৈর থানার গোবিন্দপুর এলাকার মৃত দধি মন্ডলের ছেলে শফিকুল ইসলাম ওরফে সুশীল (৪০), শেরপুর জেলার শ্রীবর্দী থানার আটকান্দা গ্রামের জয়নালের ছেলে মামুন (২৫) ও গাইবান্ধার পলাশবাড়ী থানার শিবরামপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে নিলুফা (২৬)। তারা গাজীপুর ও আশেপাশের এলাকায় বসবাস করতো। এদের মধ্যে শফিকুল ইসলাম নবমুসলিম।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ওই কর্মকর্তা জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকার বিকাশ এজেন্টের একটি দোকান থেকে একটি মোবাইল চুরি করে ওই মোবাইলের বিকাশ একাউন্ট থেকে টাকা নিয়ে যায় একটি প্রতারক চক্রের সদস্যরা। এ অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে কালিয়াকৈর থেকে শফিকুল ইসলামকে গ্রেফতার করে কোনাবাড়ি থানা পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সিটি করপোরেশনের টঙ্গী এলাকা হতে ওই চক্রের সদস্য মামুন ও নিলুফাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া নগদ ১৭ হাজার টাকা ও ১১টি মোবাইল ফোনসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।আরো জানান, গ্রেফতারকৃতরা প্রতারক চক্রের সদস্য। তারা বিকাশ এজেন্টের দোকানে গিয়ে টাকা পাঠানোর কথা বলে কৌশলে প্রথমে একাউন্টের পিন নম্বর জেনে নিত। পরে ওই মোবাইল চুরি করে নিয়ে একাউন্টের সমুদয় টাকা হাতিয়ে নিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে। সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ, সহকারি পুলিশ কমিশনার ফাহিম আসজাদ ও মো: আসাদুজ্জামান এবং কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.