• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ ক্যাবরেরার টেকনিক নিয়ে প্রশ্ন ব্রাজিলের ভয়ংকর তিন কাতারের আমির ঢাকায় আসছেন ২২ এপ্রিল  অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা নকশায় ‘ত্রুটি নিয়ে’ গণশুনানিতে ক্ষোভ আড়ত ভাঙলে পাঁজর ভাঙবে ব্যবসায়ীদের গ্রামে সর্বজনীন পেনশন নিবন্ধন সহজ হচ্ছে ২৯ রমজান কি অফিস খোলা? বাংলাদেশ ইউনানী মেডিকেটেড কসমেটিক এর সম্ভাব্না শীর্ষক সেমিনার” ২০২৪ ইং। বাইডেনের শীর্ষ অগ্রাধিকারে বাংলাদেশের গণতন্ত্র সীমান্তে হত্যা বন্ধে আগেই অনুরোধ করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী জিম্মি নাবিকদের উদ্ধারে আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচন: ৫৪ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী ফায়ে কেজরিওয়ালকে গ্রেফতারসহ ভারতের বিভিন্ন ইস্যু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান আর নেই

যশোর শহরের বাড়িতে লেদ মেশিনে মিলল অস্ত্রের কারখানা :আটক-১ 

উৎপল ঘোষ,যশোর প্রতিনিধি : যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক পল্লীতে মিললো অস্ত্রের কারাখানা। ২৭ মার্চ রাতে সেখানে অভিযান চালিয়ে ১টি রিভলবার, অসম্পূর্ণ ১টি ওয়ান শ্যুটারগান, ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে ডিবি পুলিশ। এ সময় অস্ত্র তৈরির কারিগর শাহাদত হোসেন ওরফে বয়রা শাহাদতকে (৪০) আটক করা হয়েছে।যশোরে এর আগে অবৈধ অস্ত্র তৈরির ৩টি কারখানা আবিষ্কার করে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু ক্রেতা কারা এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বরাবরই অজ্ঞতা প্রকাশ করে আসছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কোনো সদস্য এই অবৈধ অস্ত্রের ক্রেতা বলে আটক কারিগররা দাবি করলেও রহস্যজনক কারণে তারা অধরাই থেকে যাচ্ছেন।ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান জানান, বেশ কিছুদিন আগে গোপনে জানতে পারেন, বয়রা শাহাদত নামে এক ব্যক্তি অবৈধ অস্ত্র তৈরি করে থাকেন। এই তথ্য পেয়ে বয়রা শাহাদতের ধীরে ধীরে সন্ধান করতে থাকেন। এক পর্যায়ে জানতে পারেন, শংকরপুর চোপদারপাড়ার শাজাহান দেওয়ানের ছেলে বয়রা শাহাদত। নিজ বাড়িতে লেদ মেশিন বসিয়ে গোপনে অস্ত্র তৈরি করে আসছেন। নিশ্চিত হওয়ার পর গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনিসহ এসআই নুর ইসলাম ওই বাড়িতে অভিযান চালান। এ সময় দরজা বন্ধ করে নিজ ঘরের ভেতর লেদ মেশিনে অস্ত্র তৈরি করছিলেন শাহাদত। সাথে সাথে তাকে আটক এবং তার ঘরে তল্লাশি চালিয়ে কাঠের বাটযুক্ত ১টি রিভলবার, ৪ রাউন্ড রিভলবারের গুলি, ১ রাউন্ড ওয়ানশ্যুটারের গুলি, অসম্পূর্ণ ১টি ওয়ান শ্যুটারগান, পিস্তল তৈরির স্টিলের ১টি ফর্মা উদ্ধার করা হয়।তার লেদ মেশিনও জব্দ করা হয়েছে।এক প্রশ্নের জবাবে ডিবি পুলিশের ওই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহাদত অবৈধ অস্ত্র ও গুলি তৈরির কথা স্বীকার করেছেন। ৩ মাস ধরে অস্ত্র-গুলি তৈরি করছিলেন শাহাদত। তবে ক্রেতা কারা এ বিষয়ে মুখ খোলেন নি শাহাদত। ধারনা করা হচ্ছে, অস্ত্র তৈরি করে গোপনে দেশের বিভিন্ন স্থানের সন্ত্রাসীদের কাছে বিক্রি করে থাকেন শাহাদত।সংশ্লিষ্ট সূত্র জানায়, অস্ত্র-গুলি তৈরির ঘটনায় আটক কারিগর শাহাদতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গত বছর শহরের আর এন রোড সংলগ্ন রাঙ্গামাটি গ্যারেজ এলাকার একটি লেদ কারখানায় অস্ত্র তৈরিকালে কারিগর আজিজুলসহ ৩ জন এবং সদর উপজেলার ভাতুড়িয়া গ্রাম থেকে অস্ত্র তৈরির সরঞ্জামসহ ইকবাল নামে আরেক কারিগরকে আটক করে ডিবি পুলিশ। পৃথক এই অভিযানে সরঞ্জামসহ কারিগররা ধরা পড়লেও এসব অবৈধ অস্ত্রের ক্রেতা আসলে কারা সেই বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, দেশের বিভিন্ন স্থানের সন্ত্রাসীরাই এর ক্রেতা। কিন্তু এসব ক্রেতাকে শনাক্ত ও আটকসহ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নিতে দেখা যায়নি কখনো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.