• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ রাজার আমন্ত্রণে ভুটান সফরে তথ্য প্রতিমন্ত্রী ঢাকাসহ চার বিভাগে ঝড়-বৃষ্টির আভাস ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ ১৩ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা আজ ট্রেনের ৩৩ হাজার টিকিট পেতে দেড় কোটিবার চেষ্টা ক্যাবরেরার টেকনিক নিয়ে প্রশ্ন ব্রাজিলের ভয়ংকর তিন কাতারের আমির ঢাকায় আসছেন ২২ এপ্রিল  অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা নকশায় ‘ত্রুটি নিয়ে’ গণশুনানিতে ক্ষোভ আড়ত ভাঙলে পাঁজর ভাঙবে ব্যবসায়ীদের গ্রামে সর্বজনীন পেনশন নিবন্ধন সহজ হচ্ছে ২৯ রমজান কি অফিস খোলা? বাংলাদেশ ইউনানী মেডিকেটেড কসমেটিক এর সম্ভাব্না শীর্ষক সেমিনার” ২০২৪ ইং।

নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি নাটোরের লালপুরে দশ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. রান্টু (৫২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার নির্দেশ দেন আদালত।বুধবার দুপুর পৌনে ১২টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মো. রান্টু লালপুর উপজেলার আহম্মদপুর গ্রামের মৃত রাফিজ উদ্দিনের (ন্যাংড়া) ছেলে। আর শিশুটির বাড়ি একই গ্রামে।নাটোর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, ২০১০ সালের ৮ আগস্ট বেলা ১১টার দিকে ওই শিশুটির মা মাঠে ছাগল চড়াতে যান। এসময় ওই শিশু বাড়িতে একাই ছিল। এই সুযোগে রান্টু তাদের বাড়িতে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে।এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণ হওয়ায় তাকে দণ্ডাদেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.