• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ ক্যাবরেরার টেকনিক নিয়ে প্রশ্ন ব্রাজিলের ভয়ংকর তিন কাতারের আমির ঢাকায় আসছেন ২২ এপ্রিল  অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা নকশায় ‘ত্রুটি নিয়ে’ গণশুনানিতে ক্ষোভ আড়ত ভাঙলে পাঁজর ভাঙবে ব্যবসায়ীদের গ্রামে সর্বজনীন পেনশন নিবন্ধন সহজ হচ্ছে ২৯ রমজান কি অফিস খোলা? বাংলাদেশ ইউনানী মেডিকেটেড কসমেটিক এর সম্ভাব্না শীর্ষক সেমিনার” ২০২৪ ইং। বাইডেনের শীর্ষ অগ্রাধিকারে বাংলাদেশের গণতন্ত্র সীমান্তে হত্যা বন্ধে আগেই অনুরোধ করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী জিম্মি নাবিকদের উদ্ধারে আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচন: ৫৪ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী ফায়ে কেজরিওয়ালকে গ্রেফতারসহ ভারতের বিভিন্ন ইস্যু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান আর নেই

আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন বাটলার

খেলাধুলা ডেস্ক  ইংল্যান্ডের টি-২০ অধিনায়ক তিনি। সীমিত ওভারের ক্রিকেটে মারকুটে ব্যাটসম্যান হিসেবেই পরিচিতি তার। সেই জস বাটলার চলতি আইপিএলে এমন একটি রেকর্ড করে ফেললেন, যার জন্য তার নিজেরই লজ্জা হবে। আইপিএলে একটি মৌসুমে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার নজির গড়েছেন বাটলার। চলতি আইপিএলে পাঁচবার শূন্য রানে আউট হন তিনি। শুক্রবার (১৯ মে) ধরমশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কোনও রান না করেই কাগিসো রাবাডার বলে আউট হন রাজস্থান রয়্যালস ব্যাটসম্যান বাটলার। সেই সঙ্গে সঙ্গেই গড়ে ফেলেন লজ্জার রেকর্ড। আইপিএলের কোনও একটি মৌসুমে চারবার শূন্য রানে আউটের লজ্জাজনক নজির এতদিন ছিল একাধিক ক্রিকেটারের। ২০০৯ সালে ডেকান চার্জার্সের হার্শেল গিবস চারবার শূন্য রানে আউট হয়েছিলেন। ২০১১ সালে পুণে ওয়ারিয়র্সের মিঠুন মানহাস চারবার শূন্য রানে আউট হন। ২০১২ সালে পুণে ওয়ারিয়র্সের মণীশ পাণ্ডেও চারবার শূন্য রানে আউট হন। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসে থাকাকালীন শিখর ধাওয়ান চারবার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন। ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের ইওন মর্গ্যানও চারবার শূন্য রানে ফিরেছিলেন। সেই বছরই পাঞ্জাব কিংসের নিকোলাস পুরানও চারবার শূন্য রানে আউট হয়েছিলেন। লজ্জার রেকর্ডে সবাইকে টপকে গেলেন বাটলার। এবার আইপিএলে ১৪ ম্যাচে বাটলার করেছেন ৩৯২ রান। যার মধ্যে আছে চারটি অর্ধশতরান। সর্বোচ্চ ৯৫। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.