• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ The Ultimate Guide To Dating Korean Women ক্যাবরেরার টেকনিক নিয়ে প্রশ্ন ব্রাজিলের ভয়ংকর তিন কাতারের আমির ঢাকায় আসছেন ২২ এপ্রিল  অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা নকশায় ‘ত্রুটি নিয়ে’ গণশুনানিতে ক্ষোভ আড়ত ভাঙলে পাঁজর ভাঙবে ব্যবসায়ীদের গ্রামে সর্বজনীন পেনশন নিবন্ধন সহজ হচ্ছে ২৯ রমজান কি অফিস খোলা? বাংলাদেশ ইউনানী মেডিকেটেড কসমেটিক এর সম্ভাব্না শীর্ষক সেমিনার” ২০২৪ ইং। বাইডেনের শীর্ষ অগ্রাধিকারে বাংলাদেশের গণতন্ত্র সীমান্তে হত্যা বন্ধে আগেই অনুরোধ করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী জিম্মি নাবিকদের উদ্ধারে আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচন: ৫৪ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী ফায়ে কেজরিওয়ালকে গ্রেফতারসহ ভারতের বিভিন্ন ইস্যু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

শাহরুখ ফোন করার পরও ছাঁইয়া ছাঁইয়া’য় নাচেননি রাবিনা

বিনোদন ডেস্ক   নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন রাবিনা ট্যান্ডন। তিনি অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছিলেন দর্শককে। প্রস্তাব পেয়েছিলেন একাধিক আইটেম গানে নাচারও। কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন সেসব প্রস্তাব। এত বছর পর একটি গানে না নেচে আফসোস করেন এই অভিনেত্রী। যদিও একাধিক হিট সিনেমা রয়েছে তাঁর তালিকায়, যেখানে অভিনয়ের সুযোগ এলেও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত সিনেমা ‘দিল সে’। এই সিনেমার গান ‘ছাঁইয়া ছাঁইয়া’ হিট হয়। গানটিতে শাহরুখের সঙ্গে নাচেন মালাইকা অরোরা। কিন্তু মালাইকার আগে এ গানে নাচার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল রাবিনা ট্যান্ডনকে।পরিচালক মণিরত্নম, এমনকি শাহরুখ খান নিজেও ফোন করেছিলেন রাবিনাকে। কিন্তু তিনি রাজি হননি। কারণ, রাবিনা চাননি, তাঁর নামের সঙ্গে ‘আইটেম ড্যান্সার’ তকমা যুক্ত হোক। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের  অনেক আইটেম গানে নাচার প্রস্তাব ফিরিয়ে দিলেও এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য এখন আফসোস করেন তিনি। কেননা, ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে নেচে তখন জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন মালাইকা অরোরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। শুধু গান নয়, অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রাবিনা। এর মধ্যে রয়েছে ১৯৯৮ সালের জনপ্রিয় সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’। এই সিনেমায় প্রধান চরিত্রে ছিলেন শাহরুখ খান ও কাজল। সিনেমার ‘টিনা’ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও প্রধান চরিত্র না হওয়ায় না করে দেন রাবিনা। এরপর এই চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখার্জি। সর্বশেষ এই অভিনেত্রীকে দেখা গেছে দক্ষিণি হিট সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’–তে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.