">
বিশেষ প্রতিনিধি সারাদেশে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য ২০ লাখ এক হাজার এমএল স্যালাইন কিনছে সরকার।বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সারাদেশের সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার স্বার্থে জরুরি প্রয়োজনে ১২ লাখ পিস ১০০০ এমএলের স্যালাইন এবং ৮ লাখ গ্লুকোজ স্যালাইন পিস আইভি ফ্লুইড সরাসরি ক্রয় পদ্ধতিতে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি থেকে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।তবে কী দামে এসব স্যালাইন কেনা হবে, তা পরে নির্ধারিত হবে বলে জানা গেছে।
Leave a Reply