">
বিশেষ প্রতিনিধি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় ২৭ হাজার ৭৪ প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ১৯২, নারী ৮ হাজার ৮৮২ ও নারী কোটায় আছেন ৬ হাজার ১৭৬ জন।
বুধবার এ ফল প্রকাশ করা হয়। এতে কলেজ ও স্কুলে ১৩ হাজার ৭০৫, মাদ্রাসায় ১১ হাজার ২৭৯, কারিগরিতে ৫১৬, সংযুক্ত স্কুলে ১ হাজার ৫৮৩ ও সংযুক্ত মাদ্রাসায় ৬২১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।গত ১২ মার্চ চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়। এতে ৩২ হাজার ৪৮০ জনকে নির্বাচন করা হয়। তবে তাদের মধ্য থেকে চূড়ান্ত সুপারিশে ৩ হাজার ৬০৭ জন পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম দাখিল না করায় এবং বাকি ১ হাজার ৭৯৯ জনকে জাল সনদ, কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকা, বয়স ৩৫ বছর অতিক্রম, নিবন্ধন সনদ না থাকা সত্ত্বেও আবেদন করা, মামলার স্থগিতাদেশসহ বিভিন্ন কারণে সুপারিশ করা হয়নি।
Leave a Reply