• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ বরিশাল আইএইচটি কলেজের শিক্ষিকা ডাঃ সানজিদার পদত্যাগে ছাত্র-ছাত্রীদের আন্দোলন ৪২ বছরেই চলে গেছেন অভিনেত্রী নওশীন লিজেন্ডস ক্রিকেটে শ্রীশান্তের সঙ্গে তর্কে জড়ালেন গম্ভীর ২০৩৪ বিশ্বকাপেও মেসিকে চান ফিফা সভাপতি টাকা, ডলারের তীব্র সংকট, সার আমদানি বাধাগ্রস্ত হিজবুত তাহরীরের শীর্ষ নেতা তৌহিদুর গ্রেপ্তার: সিটিটিসি বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া: রাষ্ট্রদূত সব রাজনৈতিক দলকে সহনশীল হওয়ার আহ্বান মানবাধিকার কমিশনের ৩৩৮ ওসিকে বদলি, কে কোথায় যাচ্ছেন ভবিষ্যতে একাত্তরের মতোই বাংলাদেশের পাশে থাকবে ভারত: হাই কমিশনার শক্তিশালী শ্রম আইন ও এর বাস্তবায়ন দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরের ‘মুখোশ’ খুলে দিল এক সংবাদ বিজ্ঞপ্তি  মিগজাউমের দাপটে তৃতীয় দিনেও বিপর্যস্ত ভারতের অনেক এলাকা এবার বেলারুশের উপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ভি-২২ অস্প্রে উড়োজাহাজের কার্যক্রম স্থগিত করলো যুক্তরাষ্ট্র

বগুড়ায় ব্যবসায়ীকে হত্যার অভিযোগে আটক ৪

বগুড়া প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ব্যবসায়ী শাহিদুল ইসলাম (৫৩) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকৃতদের মধ্যে ২ জন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে গত মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-হত্যার শিকার শাহিদুল ইসলামের শ্যালিকা শিবগঞ্জের মাঝপাড়া গ্রামের মোতালেবের মেয়ে লিপি আক্তার (৩৫), লিপির মেয়ে-জামাই গাবতলী উপজেলার কাগইল এলাকার হানিফ মিয়ার ছেলে শহীদ (২৫), শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের আমজানি গ্রামের আমজাদ হোসেন (৫৫) ও জলিল মিয়া (৬০)।

গত বুধবার সন্ধ্যায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল এসব তথ্য জানান।আশিক ইকবাল আরও জানান, ব্যবসায়ী শাহিদুল হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতদের মধ্যে লিপি আক্তার ও শহীদ হত্যাকান্ডে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন। বাকি ২ আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।উল্লেখ্য, গত ৩১ আগস্ট শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া উত্তর পাড়া গ্রামের গরু ব্যবসায়ী শাহিদুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এঘটনায় নিহতের বোন তাসলিমা আক্তার সাধনা (৩৫) বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে ঐ দিন থানায় হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.