• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ বরিশাল আইএইচটি কলেজের শিক্ষিকা ডাঃ সানজিদার পদত্যাগে ছাত্র-ছাত্রীদের আন্দোলন ৪২ বছরেই চলে গেছেন অভিনেত্রী নওশীন লিজেন্ডস ক্রিকেটে শ্রীশান্তের সঙ্গে তর্কে জড়ালেন গম্ভীর ২০৩৪ বিশ্বকাপেও মেসিকে চান ফিফা সভাপতি টাকা, ডলারের তীব্র সংকট, সার আমদানি বাধাগ্রস্ত হিজবুত তাহরীরের শীর্ষ নেতা তৌহিদুর গ্রেপ্তার: সিটিটিসি বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া: রাষ্ট্রদূত সব রাজনৈতিক দলকে সহনশীল হওয়ার আহ্বান মানবাধিকার কমিশনের ৩৩৮ ওসিকে বদলি, কে কোথায় যাচ্ছেন ভবিষ্যতে একাত্তরের মতোই বাংলাদেশের পাশে থাকবে ভারত: হাই কমিশনার শক্তিশালী শ্রম আইন ও এর বাস্তবায়ন দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরের ‘মুখোশ’ খুলে দিল এক সংবাদ বিজ্ঞপ্তি  মিগজাউমের দাপটে তৃতীয় দিনেও বিপর্যস্ত ভারতের অনেক এলাকা এবার বেলারুশের উপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ভি-২২ অস্প্রে উড়োজাহাজের কার্যক্রম স্থগিত করলো যুক্তরাষ্ট্র

কালিয়াকৈরে পিকআপের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে পিকআপের ধাক্কায় জেলা ট্রাফিক পুলিশের টিএসআই জামাল উদ্দিন (৫৬) নিহত হয়েছেন। নিহত টিএসআই জামাল উদ্দিন টাঙ্গাইলের সদর উপজেলার গালা গ্রামের জুরান আলীর ছেলে। নিহত জেলা ট্রাফিক পুলিশের এই সাব-ইন্সপেক্টর ১৯৮৬ সাল থেকে পুলিশে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় টিএসআই জামাল উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)-এর কার্যালয়ের সামনে উত্তরবঙ্গগামী একটি ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই বাছাই করছিলেন। পরে পিছন থেকে আসা আরও একটি মাছের পিকআপ থামানোর চেষ্টা করলে পিকআপটি নিয়ন্ত্রণে আনতে না পেরে সজোরে ওই পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পাশে থাকা ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা তাকে উদ্ধার করে ঢাকা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন নাসির উদ্দিন জানান, নিহত টিএসআই জামাল উদ্দিনের লাশটি এনাম মেডিকেলে রয়েছে। ঘাতক পিকআপ এবং তার চালককে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.