">
টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার সমাপনী দিনে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে।লাঠি বাড়ি খেলা দেখতে বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মাঠে ভিড় জমায় কয়েক হাজার নারী-পুরুষ। উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির পালনের মধ্যে দিয়ে এ মেলার সমাপনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, হাতিবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান খান রবিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার প্রমুখ।এর আগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে বিভিন্ন স্টল সাজিয়ে উন্নয়ন মেলার আয়োজন করা হয়।
Leave a Reply