আন্তর্জাতিক ডেস্ক ভারত-কানাডা সম্পর্ক গত কয়েক দিনের মধ্যেই অবনতির চরম পর্যায়ে পৌঁছেছে। এবার সেই সূত্র ধরেই জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে থাকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি।
চলতি বছরের জুনে শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারত জড়িত এমন অভিযোগ এনেছেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি ভারতের এক কূটনীতিককেও কানাডা থেকে বহিষ্কার করেছেন। পাল্টা জবাবে ভারতও দিল্লিতে নিযুক্ত কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করে।জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে আসা ট্রুডোর কাছে ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যম পিবিআই জানতে হারদীপ সিং হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করে। তবে ট্রুডো সেই প্রশ্নে উত্তর না দিয়ে সোজা চলে যান।