যশোর প্রতিনিধি যশোর ডিবি পুলিশ শনিবার সন্ধ্যায় বেনাপোল সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কেজি বোমা তৈরির বিস্ফোরকসহ দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে। আটককৃতদের বাড়ি খুলনায় বলে জানা গেছে।
যশোর ডিবি পুলিশের ওসি রুপম কুমার সরকার জানান, বেনাপোল থেকে খুলনাগামী সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে থামানোর চেষ্টা করা হয়। এ সময় তারা গ্রেফতার এড়াতে হেলমেট দিয়ে এসআই মফিজুলকে আঘাত করে পালানোর চেষ্টা করে। এলাকার লোকজনের সহায়তায় মো. হিমেল বাবু ও মো. নোমান খানকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, ককটেল তৈরির জন্য তারা বিস্ফোরক বেনাপোল সীমান্তের জনৈক খালিদের নিকট থেকে কিনে খুলনায় নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত মালামালের মধ্যে ২ কেজি ফসফরাস এবং ৩ কেজি সালফার পাওয়া যায়। ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।