• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ বরিশাল আইএইচটি কলেজের শিক্ষিকা ডাঃ সানজিদার পদত্যাগে ছাত্র-ছাত্রীদের আন্দোলন ৪২ বছরেই চলে গেছেন অভিনেত্রী নওশীন লিজেন্ডস ক্রিকেটে শ্রীশান্তের সঙ্গে তর্কে জড়ালেন গম্ভীর ২০৩৪ বিশ্বকাপেও মেসিকে চান ফিফা সভাপতি টাকা, ডলারের তীব্র সংকট, সার আমদানি বাধাগ্রস্ত হিজবুত তাহরীরের শীর্ষ নেতা তৌহিদুর গ্রেপ্তার: সিটিটিসি বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া: রাষ্ট্রদূত সব রাজনৈতিক দলকে সহনশীল হওয়ার আহ্বান মানবাধিকার কমিশনের ৩৩৮ ওসিকে বদলি, কে কোথায় যাচ্ছেন ভবিষ্যতে একাত্তরের মতোই বাংলাদেশের পাশে থাকবে ভারত: হাই কমিশনার শক্তিশালী শ্রম আইন ও এর বাস্তবায়ন দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরের ‘মুখোশ’ খুলে দিল এক সংবাদ বিজ্ঞপ্তি  মিগজাউমের দাপটে তৃতীয় দিনেও বিপর্যস্ত ভারতের অনেক এলাকা এবার বেলারুশের উপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ভি-২২ অস্প্রে উড়োজাহাজের কার্যক্রম স্থগিত করলো যুক্তরাষ্ট্র

মাদক কারবারে আনসার সদস্য

বিশেষ প্রতিনিধি হরতাল-অবরোধেও থেমে নেই মাদক কারবারিরা। নতুন নতুন কৌশলে সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক তারা পৌঁছে দিচ্ছে বিভিন্ন জেলার পাইকারি ও খুচরা বিক্রেতার হাতে। এমনই একজন আনসার সদস্য মিলন কুমার বিশ্বাস (৪৮) কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা হয়ে ফরিদপুরে পৌঁছানোর পর গ্রেপ্তার হয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ফরিদপুর কার্যালয়ের আভিযানিক দল গতকাল শনিবার সকালে ২ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। মিলন বান্দরবান ৪ আনসার ব্যাটালিয়নে কর্মরত। দু’দিনের নাইট পাসে (ছুটি) কক্সবাজার থেকে ইয়াবার চালানটি নিয়ে তিনি যান ফরিদপুরে। যদিও মিলন ছুটি নিয়েছিলেন কক্সবাজারে অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার কথা বলে।জানা যায়, মিলন কুমারের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গার সরারকান্দী গ্রামে। বান্দরবান ৪ আনসার ব্যাটালিয়ন থেকে নাইট পাস নিয়ে শুক্রবার তিনি কক্সবাজার যান। সেখান থেকে ইয়াবাগুলো নিয়ে রওনা হয়ে গতকাল ভোরে ঢাকা পৌঁছান। এর পর ফরিদপুরের উদ্দেশে বাসে ওঠেন। এরই মধ্যে ডিএনসির ফরিদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারাও বিষয়টি জানতে পারেন। মিলন বাস থেকে ফরিদপুর-গোপালগঞ্জ মহাসড়কের মাঝিঘাটি নামক স্থানে নামেন। সেখান থেকে উত্তর দিকে গ্রামের ভেতর দিয়ে অন্য যানবাহনে যান ফরিদপুরের বোয়ালমারীর ফায়ার স্টেশনের সামনে। সেখানে সকাল ৮টার দিকে ডিএনসির ফরিদপুর কার্যালয়ের আভিযানিক দল মিলনকে চার্জ করে। এ সময় প্রাথমিকভাবে ইয়াবা আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। এর পর তল্লাশি করে আন্ডারওয়্যারের ভেতরে কমলা রঙের শপিং ব্যাগে ১০টি জিপারযুক্ত পলি প্যাকেটে ইয়াবাগুলো পাওয়া যায়। এ ঘটনায় মিলনের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।আভিযানিক দলের এক কর্মকর্তা জানান, বোয়ালমারী ফায়ার স্টেশনের সামনে ইয়াবার চালানটি কাউকে দেওয়ার জন্য মিলন অপেক্ষা করছিলেন। তবে সরবরাহের আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কার কাছে ইয়াবা দেওয়ার কথা ছিল, তা স্বীকার করেননি মিলন। তাকে আদালতে পাঠানো হয়েছে। পরে রিমান্ডে নেওয়া হবে।

ডিএনসি ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন সমকালকে বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে মিলন কুমার বিশ্বাস আনসার ব্যাটালিয়নে কর্মরত বলে জানান। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। মিলন কক্সবাজার থেকে সড়কপথে ইয়াবার চালানটি নিয়ে আসেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।বান্দরবান ৪ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক জুয়েল রানা বলেন, অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার কথা বলে মিলন শুক্র ও শনিবার দু’দিনের জন্য নাইট পাস (ছুটি) নিয়েছিলেন। তার ফরিদপুরে যাওয়ার কথা ছিল না। শনিবার রাতের মধ্যে কর্মস্থলে পৌঁছানোর কথা। পরে জানতে পারি, মিলন ইয়াবাসহ ফরিদপুরে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.