• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ বরিশাল আইএইচটি কলেজের শিক্ষিকা ডাঃ সানজিদার পদত্যাগে ছাত্র-ছাত্রীদের আন্দোলন ৪২ বছরেই চলে গেছেন অভিনেত্রী নওশীন লিজেন্ডস ক্রিকেটে শ্রীশান্তের সঙ্গে তর্কে জড়ালেন গম্ভীর ২০৩৪ বিশ্বকাপেও মেসিকে চান ফিফা সভাপতি টাকা, ডলারের তীব্র সংকট, সার আমদানি বাধাগ্রস্ত হিজবুত তাহরীরের শীর্ষ নেতা তৌহিদুর গ্রেপ্তার: সিটিটিসি বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া: রাষ্ট্রদূত সব রাজনৈতিক দলকে সহনশীল হওয়ার আহ্বান মানবাধিকার কমিশনের ৩৩৮ ওসিকে বদলি, কে কোথায় যাচ্ছেন ভবিষ্যতে একাত্তরের মতোই বাংলাদেশের পাশে থাকবে ভারত: হাই কমিশনার শক্তিশালী শ্রম আইন ও এর বাস্তবায়ন দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরের ‘মুখোশ’ খুলে দিল এক সংবাদ বিজ্ঞপ্তি  মিগজাউমের দাপটে তৃতীয় দিনেও বিপর্যস্ত ভারতের অনেক এলাকা এবার বেলারুশের উপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ভি-২২ অস্প্রে উড়োজাহাজের কার্যক্রম স্থগিত করলো যুক্তরাষ্ট্র

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি গাজীপুরে পারিবারিক কলহের জের ধরে তৃতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের পর স্বামীকে গ্রেফতার করে। গাজীপুর সদর উপজেলার মনিপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সীমা বেগম (৩৪) পাবনা জেলার ফরিদপুর উপজেলার দেনুয়াঘাটা গ্রামের হারুন অর রশিদ মোল্লার মেয়ে। 

গ্রেফতার স্বামী মোবারক হোসেন (৩৬) গাজীপুর সদর উপজেলার মনিপুর নামাপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে।মামলার বাদী নিহতের ছোট বোন রুমা জানান, গাজীপুর সদর উপজেলার মনিপুর নামাপাড়া গ্রামের স্থানীয় আবু সাঈদের ছেলে মোবারকের সঙ্গে বছরখানেক আগে বিয়ে হয় সীমার। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে টাকা চাওয়াকে কেন্দ্র করে সীমা ও মোবারকের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। মোবারক প্রায়ই সীমার কাছে নগদ টাকা দাবি করতো, টাকা না দিলে সীমাকে মারধর করতো। ঘটনার দিন শনিবার সীমাকে কয়েকবার মারধর করে। মারধরের কারণে এক পর্যায়ে সীমা জ্ঞান হারিয়ে ফেলে। পরে এক আত্মীয়ের সহযোগিতায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় সীমাকে। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় শারিরিক অবস্থার অবনতি হলে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সীমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট বোন মোছা: রুমা বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দয়ের করেন।

স্থানীয়রা জানান, মোবারক এর আগেও দুটি বিয়ে করেছেন। মারধর করার কারণে আগের দুই স্ত্রী মোবারককে তালাক দিয়ে চলে যায়। সীমা বেগমকে আনুমানিক এক বছর আগে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে মোবারক। সীমারও এটা দ্বিতীয় বিয়ে। সীমার প্রথম ঘরে মিরাজুল ইসলাম নামে (১৩) একটি ছেলে সন্তান রয়েছে। সে তার মায়ের সাথেই থাকতো।জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন জানান, সীমা বেগম নামে এক নারীকে পিটিয়ে হতার অভিযোগে স্বামী মোবারক হোসেনকে আটক করা হয়। নিহত নারীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের পর স্বামী মোবারক হোসেনকে গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.