">
বিশেষ প্রতিনিধি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে তপশিল পিছিয়ে সব রাজনৈতিক দলকে আলোচনায় ডাকার উদ্যোগ নিতে প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আওয়ামী লীগ সংলাপের পক্ষপাতী না হলেও দলটির সঙ্গে জোট করতে চাওয়া রওশন এরশাদ কেন আলোচনার প্রস্তাব দিয়েছেন– কারণ স্পষ্ট নয়। জাতীয় পার্টির (জাপা) সূত্রগুলো জানিয়েছে, এতে অন্য কারও হাত থাকতে পারে।
জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপা নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত না করলেও, আজ সোমবার সকাল ১১টায় বনানী কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে। এর মাধ্যমে নির্বাচনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল দলটি। যদিও দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ বা বর্জনের সিদ্ধান্ত এখনও হয়নি। মনোনয়ন ফরম বিক্রি নির্বাচনে প্রস্তুতির অংশ।তপশিল পিছিয়ে সংলাপের যে প্রস্তাব রওশন দিয়েছেন, তাকে বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত বিষয় বলেছেন জাপা মহাসচিব। এর সঙ্গে দলের সম্পর্ক নেই বলে জানিয়েছেন। যদিও রওশনের মতো প্রায় সব ইস্যুতে সরকারের সুরে কথা বলা আরও কয়েকটি দল সংলাপের কথা বলছে। রাজপথে সক্রিয় দলগুলোকে পেছনে ফেলে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে আলোচনায় আসা বিএসপি সরকারকে আহ্বান জানিয়েছে বিরোধীদলীয় নেতাদের মুক্তি দাবি করে তাদের সঙ্গে সংলাপে বসার। সরকারের সঙ্গে ‘সম্পর্ক রেখে চলা’ কয়েকটি দল তপশিল পরিবর্তনের দাবি তুলেছে। ০
গতকাল রোববার দুপুর ১২টায় বঙ্গভবনে যান জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। সেখানে তিনি দেড় ঘণ্টা ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন জাপা থেকে বহিষ্কার হওয়া বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, জাপার এমপি রওশন আরা মান্নান ও রাহগির আল মাহি সাদ এরশাদ এবং বিরোধীধলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশিদ।গত ১৪ নভেম্বর বঙ্গভবনে গিয়েছিলেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করাকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেন। যদিও তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলোর ভাষ্য, শর্তহীন সংলাপে বসতে রাজনৈতিক দলগুলোকে যুক্তরাষ্ট্রের চিঠির কথা জানিয়ে রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছিলেন জি এম কাদের। দলীয় নেতৃত্ব নিয়ে বিরোধ চললেও পাঁচ দিন পর বঙ্গভবনে গিয়ে একই অনুরোধ জানালেন রওশন।
মসিউর রহমান রাঙ্গা জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রওশন এরশাদ। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্ধারিত সময়ে নির্বাচন করতে হবে। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা যায় কিনা, তা রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন বিরোধীদলীয় নেতা।রওশনের অনুরোধে রাষ্ট্রপতি আলোচনার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন কিনা– প্রশ্নে মসিউর রহমান রাঙ্গা বলেন, “এমন কিছু বলেননি। তপশিলের সময় বাড়ানোর অনুরোধে রাষ্ট্রপতি বলেছেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলব।’ বিরোধীদলীয় নেতাও নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবেন।গত বুধবার ঘোষিত দ্বাদশ নির্বাচনের তপশিল অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। রওশন এরশাদ রাষ্ট্রপতিকে জানান, একই দিনে রিটার্ন দাখিল করতে হবে। তাই মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন দিতে সমস্যা হবে। এ কারণে তপশিল পিছিয়ে দেওয়া প্রয়োজন।বিরোধীদলীয় নেতার প্রেস উইংয়ের তথ্যানুযায়ী, রওশন এরশাদ রাষ্ট্রপতিকে জানিয়েছেন, তপশিলকে তাঁর দল স্বাগত জানায়। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তপশিল ঘোষণায় কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু যে সময় দেওয়া হয়েছে, তা যথেষ্ট নয়। কিছুটা সময় বৃদ্ধি করা প্রয়োজন। নির্বাচনমুখী দল হিসেবে জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে রাষ্ট্রপতির সহায়তা চেয়েছেন রওশন এরশাদ।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং তাঁকে দেওয়া প্রস্তাবের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ। মসিউর রহমান রাঙ্গা জানিয়েছেন, বিরোধীদলীয় নেতা সময় চাওয়ায় রাষ্ট্রপতি সাক্ষাৎ দিয়েছেন। রওশনপন্থি এক নেতা জানিয়েছেন, বিরোধীদলীয় নেতা যেসব প্রস্তাব দিয়েছেন, তা কাজী মামুনের তৈরি। তৃতীয় কোনো পক্ষ তাঁর মাধ্যমে প্রস্তাবগুলো বঙ্গভবনে পাঠিয়েছে। মসিউর রহমান রাঙ্গা অবশ্য এ প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে জোরের সঙ্গে বলেছেন, নিজেদের কথা নিয়ে বঙ্গভবনে গিয়েছিলেন।সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে সংলাপে বসতে গত ১৩ নভেম্বর আওয়ামী লীগ, বিএনপি ও জাপাকে চিঠি দেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ভিসা নীতি প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছেন। পরের দিন জাপার সভায় ৫৯ নেতার দুইজন বাদে সবাই নির্বাচন অংশগ্রহণমূলক না হলে বর্জনের পক্ষে মত দেন। এর পরের কয়েক দিন জাপা নির্বাচনে অংশহগ্রহণের বিষয়টি স্পষ্ট করেনি। দলটি বলে আসছে, নির্বাচনের পরিবেশ নেই। গতকালও মুজিবুল হক চুন্নু বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে পরিবেশ তৈরি হবে বলে তিনি এখনও আশাবাদী।
যদিও গত শনিবার নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানায়, দলীয় প্রার্থী মনোনয়ন দেবেন জি এম কাদের। একই দিনে চিঠি দিয়ে রওশন জানান, আওয়ামী লীগের সঙ্গে জোট করে ভোট করবে জাপা।
Leave a Reply