• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ বরিশাল আইএইচটি কলেজের শিক্ষিকা ডাঃ সানজিদার পদত্যাগে ছাত্র-ছাত্রীদের আন্দোলন ৪২ বছরেই চলে গেছেন অভিনেত্রী নওশীন লিজেন্ডস ক্রিকেটে শ্রীশান্তের সঙ্গে তর্কে জড়ালেন গম্ভীর ২০৩৪ বিশ্বকাপেও মেসিকে চান ফিফা সভাপতি টাকা, ডলারের তীব্র সংকট, সার আমদানি বাধাগ্রস্ত হিজবুত তাহরীরের শীর্ষ নেতা তৌহিদুর গ্রেপ্তার: সিটিটিসি বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া: রাষ্ট্রদূত সব রাজনৈতিক দলকে সহনশীল হওয়ার আহ্বান মানবাধিকার কমিশনের ৩৩৮ ওসিকে বদলি, কে কোথায় যাচ্ছেন ভবিষ্যতে একাত্তরের মতোই বাংলাদেশের পাশে থাকবে ভারত: হাই কমিশনার শক্তিশালী শ্রম আইন ও এর বাস্তবায়ন দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরের ‘মুখোশ’ খুলে দিল এক সংবাদ বিজ্ঞপ্তি  মিগজাউমের দাপটে তৃতীয় দিনেও বিপর্যস্ত ভারতের অনেক এলাকা এবার বেলারুশের উপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ভি-২২ অস্প্রে উড়োজাহাজের কার্যক্রম স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আনুশকার কাঁধে মাথা রেখে সান্ত্বনা খুঁজলেন কোহলি

খেলাধুলা ডেস্ক ২০ বছর পর ২০০৩ বিশ্বকাপের সেই অভিশপ্ত স্মৃতি যেন ফিরে এল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে এসেও ঘরের মাঠে হাতছাড়া হল বিশ্বকাপ। কোহলিদের থামিয়ে শতরান করে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন ট্রেভিস হেড। ভারতের হারে ক্রিকেটারেরা যেমন বিমর্ষ ছিলেন, তেমনই দর্শকাসনে হাজির থাকা স্ত্রী-বান্ধবীরাও আবেগ চেপে রাখতে পারেননি। কোহলির সন্তানসম্ভবা স্ত্রী আনুশকা শর্মাকেও কান্না সামলাতে দেখা গিয়েছে। পরের দিকে মাঠে নেমে তিনি জড়িয়ে ধরলেন কোহলিকে। যেন আনুশকার কাঁধেই মাথা রেখে সান্ত্বনা খুঁজলেন কোহলি।

দল হারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কোহলি। রবি শাস্ত্রী যখন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে কোহলির নাম ঘোষণা করেন, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে কিছুটা আওয়াজ উঠেছিল। পুরো বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা কোহলি ৯৫.৬২ গড়ে রান করেন ৭৬৫। যার মধ্যে ৩টি শতক, ৬টি অর্ধশতক।শুধু এই বিশ্বকাপেরই সর্বোচ্চ রান নয়, এটি বিশ্বকাপ ইতিহাসেই এক আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও। তবে দল হারলে ব্যক্তিগত পুরস্কারে ম্লান হয়ে যায়। টুর্নামেন্ট সেরা হয়েও কোহলির মুখে যেন সেই হাসিটা নেই। 

এরপর বিমর্ষ কোহলির দিকে এগিয়ে আসলেন স্ত্রী আনুশকা শর্মা। এসে জড়িয়ে ধরেন কোহলিকে। সেই ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই লিখেছেন, স্বামীর দুঃসময়ে স্ত্রীর পাশে থাকার চিরায়ত ছবি এটি।শুধু সাধারণ দর্শক, ভক্ত-অনুরাগীরা নয়, তারকাদেরও নজর কেড়েছে তাদের এই ছবি। কোহলি-আনুশকার প্রতিবেশী অভিনেত্রী ক্যাটরিনা কাইফও এই তারকা জুটিকে নিয়ে কথা বলেন।ক্যাটরিনা বলেন, ‘কোহলি-আনুশকা একে-অপরের প্রতি দারুণ সাপোর্টিভ। সবসময়ে পাশে থাকে। কোহলি যখন খেলেন, তখন আনুশকার মুখে যে হাসিটা থাকে, সেটা দারুণ একটা বিষয়। কোহলি যেরকম নিষ্ঠাবান, সংযমী মানুষ, সেটা আমাদের সবার জন্য অনুপ্রেরণার। ওর ফিটনেস প্রশংসনীয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.