• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩২ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ বরিশাল আইএইচটি কলেজের শিক্ষিকা ডাঃ সানজিদার পদত্যাগে ছাত্র-ছাত্রীদের আন্দোলন ৪২ বছরেই চলে গেছেন অভিনেত্রী নওশীন লিজেন্ডস ক্রিকেটে শ্রীশান্তের সঙ্গে তর্কে জড়ালেন গম্ভীর ২০৩৪ বিশ্বকাপেও মেসিকে চান ফিফা সভাপতি টাকা, ডলারের তীব্র সংকট, সার আমদানি বাধাগ্রস্ত হিজবুত তাহরীরের শীর্ষ নেতা তৌহিদুর গ্রেপ্তার: সিটিটিসি বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া: রাষ্ট্রদূত সব রাজনৈতিক দলকে সহনশীল হওয়ার আহ্বান মানবাধিকার কমিশনের ৩৩৮ ওসিকে বদলি, কে কোথায় যাচ্ছেন ভবিষ্যতে একাত্তরের মতোই বাংলাদেশের পাশে থাকবে ভারত: হাই কমিশনার শক্তিশালী শ্রম আইন ও এর বাস্তবায়ন দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরের ‘মুখোশ’ খুলে দিল এক সংবাদ বিজ্ঞপ্তি  মিগজাউমের দাপটে তৃতীয় দিনেও বিপর্যস্ত ভারতের অনেক এলাকা এবার বেলারুশের উপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ভি-২২ অস্প্রে উড়োজাহাজের কার্যক্রম স্থগিত করলো যুক্তরাষ্ট্র

এবার শীত কিছুটা কম হতে পারে

বিশেষ প্রতিনিধি রাতে কুয়াশা, ভোরে ঘাসে শিশিরবিন্দু আর হিমেল হাওয়া। প্রকৃতিতে শীতের এই আভাস নভেম্বরের শুরু থেকেই। তবে আবহাওয়াবিদদের হিসাবে, শীতকাল শুরু হতে আরও দেরি আছে। ডিসেম্বরের শুরু থেকে শীত ঋতুর শুরু।তবে এবার শীত কম পড়তে পারে। প্রকৃতিতে তার ইঙ্গিতও দেখা যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্প বাড়লে হালকা শীতের এই সময়ে উষ্ণতা বাড়ে। ঘূর্ণিঝড় মিধিলি দুর্বল হয়ে হারিয়ে গেলেও এর সঙ্গে আসা জলীয় বাষ্প সারা দেশে রয়ে গেছে। ফলে এখনো শীত জেঁকে বসেনি। এই শীতের পুরো মৌসুমেই শীতের অনুভূতি কম থাকতে পারে।তবে উত্তরাঞ্চল, যশোর, চুয়াডাঙ্গা ও সিলেটে বরাবরের মতোই শীত জেঁকে বসতে পারে।এবার শীতকালের উষ্ণতা গত বছরের চেয়ে বেশি থাকতে পারে। ফলে শীতকালীন সবজির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

গত সপ্তাহে দেশের আবহাওয়াবিদেরা প্রথমবারের মতো শীত ঋতুর দীর্ঘমেয়াদি পূর্বাভাস চূড়ান্ত করেছেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ও যুক্তরাজ্যভিত্তিক আবহাওয়া গবেষণা সংস্থা রাইমস যৌথভাবে ওই পূর্বাভাস তৈরি করেছে। ১২ নভেম্বর রাজধানীর একটি হোটেলে ওই পূর্বাভাসের ফলাফল নিয়ে দেশের শীর্ষ আবহাওয়াবিদ ও গবেষকেরা আলোচনা করেন। তাতে এবারের শীতকাল সস্পর্কে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

ওই পূর্বাভাসে বলা হয়েছে, এ বছরের শীতকালে তাপমাত্রা বেশি থাকতে পারে। এরই মধ্যে অতিরিক্ত উষ্ণতার প্রভাবে বঙ্গোপসাগরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। এ সময়ে সাগরের তাপমাত্রা থাকে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে তাপমাত্রা থাকছে ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। ফলে সাগরে প্রচুর জলীয় বাষ্প ও চাপ তৈরি হচ্ছে। গত সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ সৃষ্টি হওয়ার পেছনে ওই অতিরিক্ত তাপমাত্রাকেও দায়ী করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা বলছেন, চলতি মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। এতে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাড়তে পারে বৃষ্টি। দেশের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। এতে চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে। অর্থাৎ এই সময়ে যতটা ঠান্ডা পড়ার কথা ছিল, তার চেয়ে কম পড়তে পারে।গত শীতের মতো এবারের শীতও কিছুটা উষ্ণ থাকতে পারে। তবে এবার শীতকালের উষ্ণতা গত বছরের চেয়ে বেশি থাকতে পারে। ফলে শীতকালীন সবজির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.