">
বগুড়া প্রতিনিধি বগুড়ায় ৫ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের (৪র্থ ব্যাচ) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক সভাকক্ষে বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিসিক জেলা কার্যালয়র উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিক ট্রেনিং ইনষ্টিটিউট ঢাকার প্রধান অনুষদ সদস্য (অবসর) মো. আব্দুল হান্নান, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আল মারুফ। আরও বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক জিন্নাত আরা, কোর্স সমন্বয়কারী মোছাঃ মমতাজ বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিক শিল্পনগরী কর্মকর্তা শাহিনুর রহমান। শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।ছ
Leave a Reply