">
খেলাধুলা ডেস্ক হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য মরিয়াই হয়ে গিয়েছিল এসি মিলান। ২০১০-১১ মৌসুমের পর আর সিরি ‘আ’ জিততে পারছিল না ইতালির ক্লাবটি। শিরোপা জিততে মরিয়া এসি মিলান ২০১৯ সালে কোচ হিসেবে নিয়োগ দেয় স্তেফানো পিওলিকে।
তিন বছরের মাথায় শিরোপা-খরা কাটিয়ে মিলানকে তিনি সিরি ‘আ’ জেতান ২০২২ সালে। কিন্তু শিরোপা জেতানোর দুই বছরের মাথায় পিওলিকে বরখাস্ত করল মিলানের ক্লাবটি। পিওলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি আজই জানিয়েছে এসি মিলান।
এবারের ইতালিয়ান সিরি ‘আ’ মৌসুম এখনো শেষ হয়নি। লিগ শেষ হতে এক ম্যাচ বাকি আছে। তবে মিলানের দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করা নিশ্চিত। এই মুহূর্তে ৩৭ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। তৃতীয় স্থানে থাকা বোলোনিয়ার পয়েন্ট সমান ম্যাচে ৬৮।
এসি মিলানের দুঃখটা অবশ্য দুইয়ে বা তিনে থাকা নিয়ে নয়, এপ্রিলের ২২ তারিখ নিজেদের মাঠে তারা হেরে গিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে। সেই জয়ে শিরোপা জয় নিশ্চিত করেছিল ইন্টার।
এ কারণেই হয়তো ২০২৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকার পরও পিওলিকে বরখাস্ত করেছে এসি মিলান। তবে পিওলিকে বরখাস্ত করার বিবৃতিতে কোনো কারণ উল্লেখ করেনি এসি মিলান। সেখানে তারা শুধু খবরটিই দিয়েছে। একই সঙ্গে পিওলিকে ধন্যবাদ জানিয়ে সেই বিবৃতিতে তারা লিখেছে, ‘লিগ শিরোপা জেতানো এবং এসি মিলানকে ধারাবাহিকভাবে আবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় রাখার জন্য ক্লাব স্তেফানো পিওলি আর তার পুরো স্টাফকে ধন্যবাদ জানাচ্ছে।’
Leave a Reply