">
ক্রাইম রিপোর্টার শুক্রবার, ৩১ আগস্ট ভোর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়ক থেকে ৩০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে গাঁজা পাচারকালে ব্যবহৃত একটি ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বেলা ১২টার দিকে র্যাব-১৩ (সিপিসি-৩) গাইবান্ধার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধুকরকে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- নড়াইলের ভদ্রবেলা গ্রামের হারুন অর রশিদের ছেলে মোঃ নাহিদ (২৭),
যশোরের অভয়নগর উপজেলার মকবুল বিশ্বাসের মছেলে নাজমুল বিশ্বাস (২৬) এবং একই এলাকার নজরুল ইসলাম মোল্লার ছেলে আব্বাস মোল্লা(২৫)।
র্যাবের ভাষ্য, তারা মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে তারা দেশের নানা জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক রয়েছে।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৩টার দিকে গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় রংপুর থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেল ও ট্রাক থামিয়ে ৩০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। সেইসঙ্গে গাঁজা পাচারে ব্যবহৃত গাড়ি দুটি জব্দ করে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply