">
অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে যশোরের অভয়নগরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী যশোর খুললাম মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
যুব উন্নয়ন কর্মকর্তা শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লা আল নোমান, শিক্ষার্থী রাকিব পাটোয়ারী, শারমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন হৃদয়, আনিসুর রহমান আনিস, তাওহীদ হাসান উসামা সহ যুব উন্নয়ন ও সংগঠকবৃন্দ।
Leave a Reply