"> আবার ঘূর্ণিঝড়ের আশঙ্গা আবার ঘূর্ণিঝড়ের আশঙ্গা – doiniksabujbiplob.com
  1. info@doiniksabujbiplob.com : News Dex : News Dex
  2. arrayitlimited@gmail.com : sony :
  3. maswapan2021@gmail.com : maswapan :
  4. nazmulalam.nan@gmail.com : nazmulalam :
  5. dailysabujbiplob@gmail.com : tuhin02 : news dex
  6. royellab@gmail.com : masterid :
  7. tuhin77th@gmail.com : tuhin :
December 5, 2024, 7:32 am

আবার ঘূর্ণিঝড়ের আশঙ্গা

Reporter Name
  • Update Time : Sunday, November 3, 2024
  • 18 Time View

আবহাওয়া প্রতিবেদকঃ গত (অক্টোবর) মাসেই বঙ্গোপসাগরে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় ‘দানা’। ২৫ অক্টোবর দিবাগত রাতে ঘূর্ণিঝড়টি ভারতের উত্তর ওড়িশা উপকূলে আঘাত করে। সরাসরি আঘাত না করলেও এর প্রভাব ছিল বাংলাদেশের উপকূলেও। ঝোড়ো বাতাস ও বৃষ্টি হয় দেশের বিভিন্ন অঞ্চলে।

চলতি নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে কার্তিকের মধ্যভাগ পার হয়ে এসে দেশের কোনো কোনো অঞ্চলে শীতের আগমনীও টের পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও কুয়াশার দেখাও মিলছে। আবহাওয়া অফিস বলছে, নভেম্বর মাসে সারা দেশে ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশাও পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আজ রবিবার নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পুর্বাভাস প্রকাশ করেছে। সেখানে চলতি মাসের আবহাওয়ার সম্ভাব্য এই চিত্র তুলে ধরা হয়। সেই সঙ্গে গত (অক্টোবর) মাসের আবহাওয়ার পর্যালোচনাও তুলে ধরা হয় এতে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘জলবায়ু অনুযায়ী এ সময় (নভেম্বর মাসে) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হওয়ার রেকর্ড রয়েছে। আমরা এখন পর্যন্ত যা দেখছি, এ মসে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু জলবায়ু বিবেচনায় এ মাসে ঘূর্ণিঝড় হয়ে থাকে তাই আমরা ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের কথাও বলছি। তবে ঘূর্ণিঝড় হলেও তা দক্ষিণ বঙ্গোপসাগরে হওয়ার সম্ভাবনা বেশি। ফলে বাংলাদেশের দিকে আসার আশঙ্কা খুবই কম।’

মনোয়ার হোসেন আরো বলেন, এ মাসে তাপমাত্রা বিভিন্ন অঞ্চলে ক্রমান্বয়ে কমবে। তবে কমলেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। এ ছাড়া নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়তে পারে। বৃষ্টিপাত স্বাভাবিক থাকতে পারে। 
১-৩টি লঘুচাপের আভাস, একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
গত মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর মধ্যে একটি নিম্নচাপ ও একটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসেও বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

জলবায়ুর ধরন অনুযায়ী বছরের এ সময় দেশে বৃষ্টিপাত স্বভাবতই অনেক কম থাকে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ  এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে।

তবে গত মাসে দেশে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সোমবার সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। তবে আগামী মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে যা অব্যাহত থাকতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। 

এ বিষয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশের ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে ৬ ও ৭ নভেম্বর তাপমাত্রা অনেকটাই কমতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
  • dailysabujbiplob@gmail.com
Theme Customization By onlinechannel.Com