">
বিনোদন ডেস্কঃ রাজনৈতিক পরিচয়ের কারণে আওয়ামী লীগ সরকারের সময় বৈষম্যের শিকার হয়েছিলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ১০ বছরের বেশি সময় ধরে ব্ল্যাকমেইল ও নিপীড়নের শিকার হয়েছেন, নেত্রকোনায় তার বাড়িতে হামলা পর্যন্ত হয়েছে। অনেক আয়োজন থেকে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছিল তাকে। এমনকি অনেক চূড়ান্ত হওয়া শো বাতিল করে দেওয়া হয়েছে।
তবে সেসব এখন অতীত। দুঃসময় কেটে গেছে এই জনপ্রিয় গায়িকার। সরকারের পালা বদলে ফের গানের ভুবনে ব্যস্ত হয়েছেন তিনি। মঞ্চেও করছেন পারফরম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেসবুকে সরব ছিলেন, প্রতিবাদী লেখায় নিয়মিত নিজের অভিব্যক্তি প্রকাশ করতেন এ শিল্পী। সরকারের পালাবদলে সম্প্রতি দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্রের জুরি বোর্ডে। ফিরেছেন মঞ্চেও।
ন্যান্সি বলেন, ‘প্রায় নয় মাস পরে স্টেজে গান গাইবার অনুভূতি অন্যরকম। আমার পরিচয় আমি একজন শিল্পী। স্টেজে গান গাওয়া যে কোনো শিল্পীর জন্য দারুণ আনন্দের বলতে পারি।’
এদিকে নতুন একটি গানেও কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। ‘আবার একবার’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আসন্ন নতুন বছরের জন্য গানটি গেয়েছি।আমার ভক্ত-শ্রোতাদের জন্য নতুন বছরের উপহার। চেনা ন্যান্সির গানের খানিকটা বাইরে গিয়ে গানটি করেছি। বিশ্বাস করি শ্রোতাদের ভালো লাগবে।’
Leave a Reply