• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ ফের আগ্রাসনের চেষ্টা করলে ইসরায়েলকে শক্তিশালী জবাবের হুঁশিয়ার ইরানের গাজায় এক গণকবরেই মিলল ৩০০ লাশ ইসরায়েলের গভীরে হামলার দাবি হিজবুল্লাহর বেনজীরের সম্পদ অনুসন্ধানে দুদক দুর্নীতির একটা সীমা থাকে, এটা সাগরচুরি বেনজীরের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট প্রভাবমুক্ত থেকে দুদককে অনুসন্ধান করতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই রেয়াত সুবিধা বাতিল, ঢাকা থেকে ১৫ রুটে যত বাড়ছে ট্রেনের ভাড়া চলমান তাপপ্রবাহ আরো কতদিন থাকবে, যা জানা গেল রংধনুর রফিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক বেনজীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান, অগ্রগতির প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন : হাইকোর্ট উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা

প্রায় দুই ঘন্টা ঢাকা টঙ্গী গাজীপুর মহাসড়ক অবরোধ করে রাখে স্হানীয় স্কুলের শিক্ষার্থীরা

টঙ্গি প্রতিনিধি ॥ সারাদেশব্যপী গাড়ি ঘোড়ায় ছাত্রদের হাফভাড়া ও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিচার, ক্ষতিপূরণ ও টঙ্গী সফিউদ্দিন স্কুলের সামনের সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে টঙ্গী কলেজগেটের সামনে প্রায় দুই ঘন্টা ঢাকা টঙ্গী গাজীপুর মহাসড়ক অবরোধ করে রাখে স্হানীয় স্কুলের শিক্ষার্থীরা।আজ শনিবার সকাল ন’টার পর ছাত্ররা মহাসড়ক অবরোধ করে । প্রত্যক্ষদর্শীরা জনকণ্ঠকে জানান, হঠাৎ করেই টঙ্গী কলেজগেটের সফিউদ্দিন স্কুলের সামনে স্হানীয় স্কুলের ছাত্ররা দল বেঁধে রাস্তায় নেমে আসে। তারা দু’দিকে চলাচলকারী সব গাড়িঘোড়া চলাচল ছাত্র ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়। এসময় তারা সকল যানবাহন চালকদের ড্রাইভিং লাইসেন্স চেক করতে থাকে। যাদের লাইসেন্স ঠিক আছ, তাদের ছেড়ে দেয়া হয়। যাদের লাইসেন্স টিক নেই, তাদের গাড়ির চাবি কেড়ে নেয়া হয়।

দূরপাল্লার বাস, ট্রাক ও প্রাইভেটকারগুলো ছেড়ে দিতে থাকে। ঢাকা টঙ্গী গাজীপুর মহাসড়কে চলাচলকারী লোকাল বাসগুলো আটকে দেয় এবং গাড়ির চাবি নিয়ে নেয়। রাস্তায় এ অবস্হা চলতে থাকে দু’ঘন্টাব্যাপী। ঘটনার খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব পশ্চিম থানার ওসি জাবেদ মাসুদ ও শাহআলমের নেতৃত্বে একদল পুলিশ সাথে সাথে ঘটনাস্হলে উপস্থিত হন। পুলিশ দল ছাত্রদের দাবির মিমাংসায় নানা আশ্বাস দিলেও ছাত্ররা তা না মেনে ড্রাইভিং লাইসেন্স চেকিংয়ের নামে শতাধিক গাড়ির চাবি কেড়ে নেয়। ঘটনার খবর পেয়ে গাজীপুর মহানগর দক্ষিণ পুলিশের উপপুলিশ কমিশনার ইলতুৎমিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রদের আশ্বাস দেন তাদের দাবীর কথা রাস্ট্রকে জরুরীভাবে জানানোর। তারপরও ছাত্ররা তাদের তৎপরতায় অনড় থাকে। তাৎক্ষণিক রাস্তায় দাড়ানো অবস্থায় উপপুলিশ কমিশনার ইলতুৎমিশ পুলিশদের নিয়ে বৈঠক করে পুলিশদের উদ্দেশ্য বলেন, আপনারা একটু ধৈর্য ধরেন, ধৈর্যের ফল শুভ হয়। অপরদিকে ছাত্রদের সঙ্গে নানা কৌশলে নানা কথাবার্তা বলে পুলিশ কর্মকর্তা ইলতুৎমিশ দুপুরের আগেই রাস্তার পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার পীযুষ কুমার দে, হাসিবুল আলম, পূর্ব পশ্চিম থানার তদন্ত ওসি দেলোয়ার হোসেন চৌধুরী ও জাহিদুল ইসলাম। আন্দোলনরত ছাত্ররা দুদিকে চলাচলকারী শতশত যানবাহন চলাচল বন্ধ করে দেয়ায় দূর্ভোগে পড়েন মহাসড়কের হাজার হাজার যাত্রী সাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.