• রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ সুষ্ঠ ভোটে ডিজিটাল পদ্ধতি দরকার  অভয়নগরে শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ অভয়নগরে সরকারীভাবে ধান চাল সংগ্রহের উদ্বোধন অভয়নগরে মেধা অন্বেষন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত অভয়নগরে দুদক কর্তৃক সততা স্টোরের অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ আশুলিয়া টু চান্দুরা চৌরাস্তা যানজটের দুর্ভোগ,,,  অভয়নগরে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানকে সংবর্ধনা যশোর গোয়েন্দা শাখা (ডিবি)অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশী মদ উদ্ধার সহ আটক -১ অভয়নগরে পায়রাহাট ইউনাইটেড কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি অর্জনে আনন্দ শোভাযাত্রা নড়াইলের ইউপি চেয়ারম্যান  মোস্তফা কামাল’কে গুলি করে হত্যাকান্ডের ঘটনায় আটক -৪ সুষ্ঠ ভোটে ডিজিটাল পদ্ধতি দরকার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় ছয় জনের মরদেহ উদ্ধার ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন মামুনুল হক যুক্তরাষ্ট্র সিরিজ খেলা হচ্ছে না তাসকিনের, বিকল্প ভাবনায় হাসান দুই সিনেমা নিয়ে ফিরছেন আফরান নিশো

ভুল চিকিৎসায় হেমায়েত হাওলাদার নামে এক বৃদ্ধের মৃত্যু

বরিশাল প্রতিনিধি ॥ নগরীর কাকলীর মোড়ে অবস্থিত সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ডাঃ সুমিত কুমার দাসের ভুল চিকিৎসায় হেমায়েত হাওলাদার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার সকালে মৃত হেমায়েতের মেয়ে জামাতা সবুজ হোসেন অভিযোগ করে বলেন, ভুল চিকিৎসার কারণে আমার শ্বশুড়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, গত ১৬ জানুয়ারি ঝালকাঠির নলছিটির রানাপাশা ইউনিয়ের ২নং ওয়ার্ড রানাপাশা গ্রামের বাসিন্দা হেমায়েত হাওলাদারকে (৬৯) চিকিৎসার জন্য বরিশালের আইকন নামক সেন্টারে ডাঃ জুয়েলকে দেখাতে আসলে সদও রোড বসে দালালের খপ্পরে পরে বৃদ্ধ হেমায়েত। পরে দালাল চক্রটি হেমায়েতকে ভুলভাল বুঝিয়ে কাকলীর মোড়স্থ সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে ডাঃ সুমিত কুমার দাস তার (সবুজ) শ্বশুড় হেমায়েতকে দেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়। পরে তিনি রির্পোট দেখে ওষুধ লিখে দেয়। রাতে ডাক্তারের পরামর্শ অনুয়ারী দেওয়া ওষুধ সেবন করার সাথে সাথেই হেমায়েতের বুকে ব্যাথা বেড়ে যায়। পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক আইসিইউতে ভর্তি করেন। ভর্তির কয়েকঘন্টার মধ্যেই বৃদ্ধ হেমায়েতের মৃত্যু হয়। সবুজ হোসেন অভিযোগ করে বলেন, সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের ভুল চিকিৎসায় আমার শ্বশুরের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বশীল কর্মকর্তারা কোন বক্তব্য দিতে রাজি হননি। অভিযুক্ত চিকিৎসক ডাঃ সুমিত কুমার দাস ডায়াগনস্টিক সেন্টারে অনুপস্থিত থাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা সত্বেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।কোতয়ালী মডেল থানার ওসি মোঃ আজিমুল করিম বলেন, রোগী মৃত্যুর খবর পেয়েছি। ওই ঘটনায় এখনও রোগীর পরিবার থেকে কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.