• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:৩০ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ স্টেশনের ভেন্ডিং মেশিনেও ট্রেনের টিকিটে ২০ টাকা চার্জ দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে তলব বাংলাদেশে প্রথম স্টাের চালু করল লিভাইস সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উপকারভোগী বাড়ছে মুক্তিযুদ্ধ ও মুজিবনগর সরকার নিয়ে গবেষণার আহ্বান ‘পুলিশ পাশে আছে সাধারণের, এতেই ভরসা’ মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন রুমি সিনেপ্লেক্সে সবচেয়ে বেশি আয়ের ছবি ‘রাজকুমার’, এখনও হাউজফুল ভারতের বিশ্বকাপ দলে থাকছে না চমক পুনরায় এল ক্লাসিকো খেলানোর আবেদন করবে বার্সা! ২৬ এপ্রিল হচ্ছে না বিএনপির সমাবেশ, যে কারণে পেছাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি: যা বললেন ব্যারিস্টার খোকন ফরিদপুরে মাদক কারবারিকে এক মাসের সাজা এক যুবলীগ নেতার জমি দখল করলেন আরেক যুবলীগ নেতা

‘বিশ্বক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী চরিত্র মরগ্যান’

খেলাধুলা ডেস্ক ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়োইন মরগ্যানের বয়স এখন ৩৫ বছর চলছে। সাম্প্রতিক সময়ে গুঞ্জন শোনা যাচ্ছে, মরগ্যান নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এমন সংবাদ প্রকাশ করেছে। সপ্তাহখানেকের মাঝেই নাকি অবসরের ঘোষণা আসতে পারে। এর পরই শুরু হয়েছে তোলপাড়। এমনকি ইংল্যান্ড টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামকে পর্যন্ত এ বিষয়ে মুখ খুলতে হয়েছে।

গতকাল হেডিংলি টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে ম্যাককালাম বলেন, ‘শুধু ইংলিশ ক্রিকেট নয়, বিশ্বক্রিকেটেই সবচেয়ে প্রভাবশালী চরিত্রদের একজন হয়ে থাকবে সে। ইংল্যান্ডের অধিনায়কের পদ পেয়ে সে যে পদক্ষেপ নিয়েছে, যেভাবে সবার মানসিকতা বদলে দিয়েছে এবং যেভাবে ক্রিকেটটা খেলেছে―সব কিছুর জন্য। তার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। সে একটা বিশ্বকাপও জিতেছে এবং সতীর্থদেরকেও সে দারুণ এক যাত্রার অংশীদার করেছে।ইংল্যান্ডের টেস্ট দলে যে আগ্রাসন আনার চেষ্টা করছেন ম্যাককালাম, ওয়ানডে দলে সেটাই এনেছেন মরগ্যান। শুধু নিজে নয়, সতীর্থদেরকেও লাইমলাইটে আনার পেছনে মরগ্যানের অবদান দেখছেন ম্যাককালাম, ‘আপনি যখন জস বাটলার, জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকসদের দেখবেন, তারা আন্তর্জাতিক ক্রিকেটের সুপারস্টার। তারা এমন খেলোয়াড় হতে পেরেছে মরগ্যানের দারুণ নেতৃত্বের কারণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.