• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ ক্যাবরেরার টেকনিক নিয়ে প্রশ্ন ব্রাজিলের ভয়ংকর তিন কাতারের আমির ঢাকায় আসছেন ২২ এপ্রিল  অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা নকশায় ‘ত্রুটি নিয়ে’ গণশুনানিতে ক্ষোভ আড়ত ভাঙলে পাঁজর ভাঙবে ব্যবসায়ীদের গ্রামে সর্বজনীন পেনশন নিবন্ধন সহজ হচ্ছে ২৯ রমজান কি অফিস খোলা? বাংলাদেশ ইউনানী মেডিকেটেড কসমেটিক এর সম্ভাব্না শীর্ষক সেমিনার” ২০২৪ ইং। বাইডেনের শীর্ষ অগ্রাধিকারে বাংলাদেশের গণতন্ত্র সীমান্তে হত্যা বন্ধে আগেই অনুরোধ করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী জিম্মি নাবিকদের উদ্ধারে আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচন: ৫৪ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী ফায়ে কেজরিওয়ালকে গ্রেফতারসহ ভারতের বিভিন্ন ইস্যু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান আর নেই

যৌন হয়রানির প্রতিবাদ করায় কলেজছাত্রীর বাবার গালে বখাটেদের থাপ্পড়

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক কলেজছাত্রীর বাবাকে বখাটেরা থাপ্পড় মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় সদর থানার মামলা করেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এর আগে ওই শিক্ষার্থী দুপুরে ঘটনার সময় ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা নেন।

বিকেলে এ ঘটনায় এজাহার দেওয়া হয়। সন্ধ্যায় মামলাটি রেকর্ড করার আগেই এক বখাটেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার শিপন শেখ (২৪) সদর পৌর এলাকার গয়লা মহল্লার মৃত বাবু ড্রাইভারের ছেলে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে জানান, ‘মেয়েটি জেলা শহরের রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। শিপনসহ কয়েক জন বখাটে তাকে প্রায় উত্ত্যক্ত করতো বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পূর্ববর্তী উত্ত্যক্তের ঘটনার প্রতিবাদ করতে গেলে মেয়েটির বাবাকে বখাটেরা থাপ্পড় মারে। এ ঘটনায় মেয়েটি ৯৯৯-এ কল করেন। এরপর সন্ধ্যায় এজাহার জমা দেন। মামলার এজাহারে প্রতিবেশী বাবু ড্রাইভারের ছেলে শিপন শেখ (২৪), কালাম শেখের ছেলে শাহেদ আলী (২৭), উজ্জ্বল সেখের ছেলে আব্দুল্লাহ (২৬) ও সহযোগী শুকচানসহ (৪৫) ৪ জনকে আসামি করা হয়েছে। বখাটে শিপনকে গ্রেপ্তার করে থানায় এনে জ্ঞিাসাবাদ করা হচ্ছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিপন পেশায় দিনমজুর বলে জানা গেছে, জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.