• বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫ অপরাহ্ন |
  • Bangla Version
নিউজ হেডলাইন :
করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১ Casino 25 Euro bez Depozytu za Samą Rejestrację 2023 Vulkan Vegas bonus bez depozytu 50 spinów czy 25 EUR! Bonus bez depozytu Vulkan Vegas 50 darmowych spinów! 50 Darmowych Spinów na Book of Dead w Vulkan Vegas দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটিতে পুলিশের তল্লাশি নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণাকারীদের নিয়ে যা বললেন মরিয়ম কানাডিয়ানদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করল ভারত যুদ্ধবিরতির খবরে আর্মেনিয়ায় বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি রাশিয়ার সাথে অস্ত্র ব্যবসা: উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিল দক্ষিণ কোরিয়া জাতিসংঘে ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেলেন জাস্টিন ট্রুডো জমকালো আয়োজনে শুরু হচ্ছে পর্যটন মেলা ও বিচ কার্নিভাল সখীপুরে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা গাঁজা বিক্রির টাকার ভাগ নিয়ে বাবাকে হত্যা, দায় স্বীকার ছেলের কালিয়াকৈরে পিকআপের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত ফরিদপুর-ভাঙ্গা রেলপথ: ১৬০০ ক্লিপ চুরি, অল্পের জন্য রক্ষা

৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ সুকানী মিলনের

বরিশাল প্রতিনিধি বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে ঢাকাগামী মর্নিংসান-৯ লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনায় শ্রমিক কালামের (৬০) লাশ পরদিন উদ্ধার হয়। তবে নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি বাল্কহেডের সুকানী মিলন হাওলাদারের (৩৫)। তাদের দুজনের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার নান্দুহার গ্রামে।দুর্ঘটনার পর থেকে মিলনের খোঁজে সন্ধ্যা নদীর বানারীপাড়া, স্বরূপকাঠি ও উজিরপুরসহ বিভিন্ন এলাকায় ট্রলার নিয়ে সন্ধানের পাশাপাশি প্রতিদিন মাইকিং করা হচ্ছে।

তার বাড়িতে বইছে শোকের মাতম।প্রসঙ্গত, গত ৮ আগস্ট সোমবার রাত পৌনে ৯ টার দিকে বানারীপাড়ার মসজিদবাড়ি (দাসেরহাট) এলাকায় সন্ধ্যা নদীতে এমভি মর্নিংসান-৯ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বালুবাহী একটি বাল্কহেড ডুবে যায়। নিখোঁজ হন বাল্কহেডের দুই শ্রমিক কালাম ও মিলন। সংঘর্ষে লঞ্চের সামনের দিকের ডানপাশে পানির স্তরের কিছুটা উপরে ছিদ্র হয়। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে স্থানীয় প্রশাসন রাতে ওই লঞ্চের যাত্রা স্থগিত করে।দুর্ঘটনাস্থলের অদূরে লঞ্চটি উজিরপুরের চৌধুরীর হাটে নোঙর করলে লঞ্চে থাকা আশপাশের বিভিন্ন উপজেলার দু’শতাধিক যাত্রী নেমে গন্তব্যে চলে যায়। এরপর শতাধিক যাত্রী লঞ্চে অবস্থান করে। পরের দিন ৯ আগস্ট সকালে  ডুবে যাওয়া বাল্কহেডের সন্ধান মেলে মসজিদবাড়ি গ্রামের একটি ইটভাটা সংলগ্ন সন্ধ্যা নদীর পানির তলদেশে।ওই দিন বেলা পৌনে ১২টার দিকে ওই বাল্কহেডের ভেতর থেকে নিখোঁজ দু’শ্রমিকের মধ্যে ইঞ্জিন রুমের মিস্ত্রি কালামের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে স্বরূপকাঠি উপজেলার নান্দুহার গ্রামে তার লাশ দাফন করা হয়।এদিকে বাল্কহেডের সুকানী মিলনের (৩৩) সন্ধান পায়নি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা চলছে।সংঘর্ষে এমভি মর্নিংসান-৯ লঞ্চের ছিদ্র হওয়া তলা সাময়িক মেরামত করে শতাধিক যাত্রী নিয়ে মঙ্গলবার সকালেই ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.