আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল ও ইরানের মধ্যে ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে ফ্রান্সের রাজধানী প্যারিসে সংবাদ সম্মেলনে হাজির হন ইরানের শেষ শাহর পুত্র এবং স্বঘোষিত যুবরাজ রেজা শাহ পাহলভি। কিন্তু তার বক্তব্য এবং রাজনৈতিক অবস্থান দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
৬৪ বছর বয়সী এই নির্বাসিত নেতা ধূসর স্যুট ও নীল টাই পরে সংবাদ সম্মেলনে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি বলেন, ‘এটাই আমাদের বার্লিন প্রাচীর মুহূর্ত’।
একই সঙ্গে তিনি আমেরিকাকে আহবান জানান, যেন তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনা শুরু করে সরকারকে ‘লাইফলাইন’ না দেয়।
তিনি সাধারণ ইরানিদের রাস্তায় নেমে প্রতিবাদ করার আহবান জানান এবং সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিদ্রোহের ডাক দেন। যেখানে রেজা পাহলভি গণআন্দোলনের ডাক দিয়েছিলেন, সেখানে তা বাস্তবে রূপ নেয়নি। বরং বিদেশি আক্রমণের মুখে এমনকি সরকারের বিরোধীরাও জাতীয় পতাকার পাশে ঐক্যবদ্ধ হয়ে যান।
বিশ্লেষকরা মনে করছেন, রেজা পাহলভি এই পরিস্থিতিকে ভুলভাবে পড়েছেন এবং এই ভুল তাকে দেশে-বিদেশে তার স্বল্পসংখ্যক সমর্থনও হারাতে বসেছে।
বিশেষজ্ঞ ত্রিতা পার্সি বলেন, ‘তিনি টেলিভিশনে এসে ইসরায়েলের পক্ষে সাফাই গেয়েছেন, যখন তারা আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং টার্গেট করে বেসামরিক মানুষ হত্যা করছিল। এর মাধ্যমে তিনি তার বাবার (শাহ) নামও ধ্বংস করেছেন।’
ইসরায়েলের হামলায় অন্তত ৯৩৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু বেসামরিক নাগরিক রয়েছে। এ নিয়ে পাহলভি কোনো নিন্দা না জানানোয় সমালোচনার ঝড় উঠেছে।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |