রাজনীতি ডেস্কঃ সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রয়াত শামসুল হুদা একজন আদর্শবান সরকারি কর্মকতা হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে সবসময়ই তিঁনি তাঁর আদর্শ ধরে রক্ষা করতে সচেষ্ট ছিলেন। মহান আল্লাহ যেনো এটিএম শামসুল হুদা’র ভুল ক্রুটি ক্ষমা করে দেন সেজন্যও ফরিয়াদ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |