নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টি কখনো সহিংস রাজনীতি করে নাই, এখনো করে না। আমরা কখনো কারও অফিসে হামলা করি নাই। জাতীয় পার্টি কারো সম্পদ লুটপাট করে না অথবা কোথাও মব সৃষ্টি করে না। এটি একটি সুশৃংখল দল। বিভিন্ন প্রতিকূলতার পরেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এই দলটি এখনো স্বমহিমায় টিকে আছে। আজকের এই যোগদান তাই প্রমাণ করে।
৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এজাজ আহমেদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। পার্টি মহাসচিব এ সময় আরো বলেন, এই দেশের রাজনীতিতে জাতীয় পার্টি অসংখ্য ত্যাগী নেতাকর্মীর সৃষ্টি করেছে যা অন্য কোন দল পারে নাই। কোন লুটপাট, টেন্ডারবাজি, চাঁদাবাজি না করেই এই দলের নেতাকর্মীরা দেশের মানুষকে ভালবেসে এই দলের পতাকাতলে ঐক্যবদ্ধ আছে। তিনি এজাজ আহমেদের যোগদান কে স্বাগত জানিয়ে দেশপ্রেমিক জনগণকে যে কোনো মবতন্ত্রের বিরুদ্ধে, জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, খলিলুর রহমান খলিল, এ কে এম সাজ্জাদ পারভেজ, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, আহাদ ইউ চৌধুরী শাহিন, এম এ সোবাহান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন, দ্বীন ইসলাম শেখ, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, আবুল খায়ের, দফতর সম্পাদক মাহমুদ আলম, এনজিও বিষয়ক সম্পাদক মোড়ল জিয়াউর রহমান, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জোবায়ের আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য পারভেজ রহমান, আসাদুজ্জামান খান প্রমুখ।