বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন খান সেলিম রহমান এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ মাহিদুল হাসান সরকার। তাঁদের নেতৃত্বে সংগঠনটি একটি সুসংহত কাঠামোর মাধ্যমে দেশব্যাপী সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।
প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চাই বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রধান লক্ষ্য। তিনি বলেন, সত্যনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা আরও জোরদার করাই সংগঠনের অঙ্গীকার। ঐক্য ও শৃঙ্খলার ভিত্তিতে সংগঠনটিকে একটি আদর্শ সাংবাদিক সংগঠনে পরিণত করাই বর্তমান নেতৃত্বের মূল উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকরা যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে সংগঠনটি সর্বদা সক্রিয় থাকবে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং পেশা। নানা ধরনের চাপ, হামলা, মামলা ও হয়রানির মধ্য দিয়েই সাংবাদিকদের কাজ করতে হয়। এ পরিস্থিতিতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সবসময় সাংবাদিকদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রেখে চলেছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার আয়োজন সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। এসব উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর অন্যতম বৈশিষ্ট্য হলো—যেখানেই সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন কিংবা হয়রানির ঘটনা ঘটে, সেখানেই সংগঠনটি প্রতিরোধের ঢাল হিসেবে দাঁড়ায়। নির্যাতিত সাংবাদিকদের আইনি সহায়তা, নৈতিক সমর্থন এবং সাংগঠনিক সহযোগিতা প্রদানের মাধ্যমে সংগঠনটি তাদের পাশে থাকার অঙ্গীকার বাস্তবায়ন করে চলেছে। এ ক্ষেত্রে সংগঠনের নেতৃত্ব দ্রুত পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও ন্যায়বিচার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করে।
সাংবাদিকদের অধিকার রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং মানবিক সহায়তা প্রদান সংগঠনটির সামাজিক দায়বদ্ধতার পরিচয় বহন করে।
বর্তমান নেতৃত্বের সঠিক দিকনির্দেশনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত মান উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি হওয়ায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, দক্ষ, সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) আগামী দিনে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও আদর্শ সাংবাদিক সংগঠন হিসেবে দেশব্যাপী সুপরিচিতি লাভ করবে। একই সঙ্গে সাংবাদিক সমাজের একটি নির্ভরযোগ্য অভিভাবক হিসেবে সংগঠনটির ভূমিকা আরও সুদৃঢ় হবে—এমনটাই প্রত্যাশা করছেন সাংবাদিক ও সচেতন মহল।










