">
বিশেষ প্রতিনিধি দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৬ শতাংশে। যা আগের দিন সোমবার ছিল ৫ দশমিক ৩০ শতাংশ। এ নিয়ে টানা ২৫ দিন করোনা শনাক্তের হার পাঁচ শতাংশের ওপরে। গত ১৯ জানুয়ারি শনাক্তের হার ৫ শতাংশের ওপরে ওঠে, এরপর আর নামেনি।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী করোনাভাইরাস সংক্রমণের হার টানা দুই সপ্তাহ ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরে নেওয়া হয়। এর ওপরে উঠলেই সংক্রমণ রোধে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। পরিস্থিতি খারাপ হতে পারে– এমনটি বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে ভোগা ব্যক্তিদের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২৮টি। এর মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, কভিড-১৯ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৪৭ হাজার ৬৭১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৪ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
Leave a Reply