">
খেলাধুলা ডেস্ক ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৫৫ বলেই ফিফটি ছুঁয়ে ফেলেন মুমিনুল। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৮তম ফিফটি। তবে ফিফটি হাঁকিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি। জয়সুরিয়ার বলে মুমিনুলের বিদায়ে ভাঙে সাকিবের সঙ্গে গড়া ৪১ বলে ৩৮ রানের জুটি। ছয় নম্বরে নেমেছেন লিটন কুমার দাস।
৩৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩২ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে ০ রানে লিটন ও ১৪ রানে আছেন সাকিব।
শান্তর বিদায়, ৯৪ রানে নেই ৩ উইকেট
দুই ওপেনারের বিদায়ের পর শান্ত-মুমিনুলে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। তবে শান্তর বিদায়ে ভাঙে এই জুটি। লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে ৫৫ বলে ২০ রান করে ফিরেছেন শান্ত। টেস্ট সিরিজে চার ইনিংসে এটিই সর্বোচ্চ তার। তার বিদায়ে ভাঙে ৬৮ বলে ৮৩ রানের জুটি।
২৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০৩ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে ৩২ রানে মুমিনুল ও ৩ রানে আছেন সাকিব।
ফিরলেন জাকির, ৫১ রানে নেই দুই ওপেনার
জয়ের পর ফিরলেন জাকিরও। বিশ্ব ফার্নান্দোর বলে স্লিপে ক্যাচ তুলে ব্যক্তিগত ১৯ রানে আউট হয়েছেন জাকির। চার নম্বরে ব্যাট করতে নেমেছেন মুমিনুল হক।
১৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬২ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে ১০ রানে মুমিনুল ও ৮ রানে আছেন শান্ত।
জয়ের বিদায়ে ভাঙল ওপেনিং জুটি
দলীয় ৩৭ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। লঙ্কান স্পিনার জয়সুরিয়ার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন মাহমুদুল জয়। আউট হওয়ার আগে ৩২ বলে ২৪ রান করেছেন জয়।১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৮ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে ১২ রানে জাকির ও ১ রানে আছেন শান্ত।
অবিচ্ছিন্ন ওপেনিং জুটি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
৫১১ রানের প্রায় অসম্ভব লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইতিবাচক শুরু পেয়েছে বাংলাদেশ। ৮ ওভারে ৩১ রানে অবিচ্ছিন্ন থেকেই মধ্যাহ্ন বিরতিতে গেলেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। জাকির ২৪ বলে ১১ ও মাহমুদুল হাসান জয় ২৪ বলে ১৯ রানে অপরাজিত। জিততে বাংলাদেশের প্রয়োজন আরও ৪৮০ রান। ড্র করতে হলেও কাটাতে হবে আরও ৫ সেশন।
এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫৩১ রান তুলে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসে ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে শ্রীলঙ্কা পায় ৩৫৩ রানের বিশাল লিড। টেস্টের নিয়ম অনুযায়ী, শ্রীলঙ্কা চাইলে বাংলাদেশ দলকে ফলোঅন করাতে পারতো। অর্থাৎ পুনরায় বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠাতে পারতো। সেক্ষেত্রে সফরকারী শ্রীলঙ্কার ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ফের ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। এরপর ৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ছেড়েছে শ্রীলঙ্কা। এতে চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য ৫১১ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। এই ম্যাচ জিততে বিশ্ব রেকর্ড করতে হবে বাংলাদেশকে।
Leave a Reply