">
বিশেষ প্রতিনিধি রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার একটি বাসা থেকে মো. জামাল নামে এক রিকশাচালকের হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা ঝুলিয়ে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জামালের মা সেলিনা বেগম খিলগাঁও থানায় মামলা করেছেন।
বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। জানা যায়, জামালপুর সদরের জাফর সাইন পোস্ট পুদিনা বাজার এলাকার নুরু মিয়ার ছেলে জামাল। তারা এপি সিপাহীবাগ গ্রিল গলি সালামত মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
খিলগাঁও থানার এসআই আব্দুল্লাহ আল হাসান জানান, সিপাহীবাগের ঝিলপাড়ে মো. হাসমতের টিনশেড বাড়িতে মাকে নিয়ে থাকতেন জামাল। ঈদে তাঁর মা গ্রামের বাড়ি গেলে বাসাতে একাই ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে দেখে, ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন জামাল। তবে তার হাত দুটি পিঠমোড়া দিয়ে বাঁধা।
খিলগাঁও থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, জামালকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Leave a Reply