">
স্বাস্থ্য প্রতিবেদকঃ দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮১ জন রোগী।
মঙ্গলবার (৮ অক্টোবর) দেশের ডেঙ্গু পরিস্থিতি এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৭৮৯ জনে। মৃত্যু হয়েছে ১৯৩ জনের।
গত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৭৬ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ১৬৯ জন, চট্টগ্রামে ১৬০ জন, খুলনায় ৯৫ জন, বরিশালে বিভাগে ৯৩ জন, রাজশাহীতে ৪৭ জন, রংপুরে ৩০ জন, ময়মনসিংহে ১৭ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩ হাজার ৮৮৪ জন রোগী।
এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৭০৭ জন রোগী। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৬৭৭ জন।
Leave a Reply