">
রাজধানী প্রতিবেদকঃ ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এমনটি জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।উত্তর-পূর্ব/ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি: মি: বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৩০ কি.মি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ সকাল ৬ টায় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।
Leave a Reply