">
আন্তর্জাতিক ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স থেকে সোমবার একটি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। কয়েক দিন আগে চালু করা অ্যাকাউন্টটি থেকে হিব্রু ভাষায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে বার্তা প্রকাশ করা হয়েছিল।
অ্যাকাউন্টে একটি নোটিশে বলা হয়, ‘এক্স এমন অ্যাকাউন্ট স্থগিত করে, যা এক্সের নিয়ম লঙ্ঘন করে।’ তবে ইলন মাস্কের মালিকানাধীন এই প্ল্যাটফরম নির্দিষ্ট করে বলেনি ঠিক কোন নিয়ম লঙ্ঘিত হয়েছে।
খামেনির দপ্তর তার নামে বিভিন্ন ভাষায় বার্তা প্রকাশ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করে। হিব্রু ভাষার এই অ্যাকাউন্টটি সপ্তাহান্তে মুসলিমবিশ্বে প্রচলিত একটি শুভেচ্ছা বার্তা দিয়ে চালু করা হয়। সেখানে লেখা ছিল, ‘আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, পরম করুণাময়।’
ইসরায়েল শনিবার ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর অ্যাকাউন্টটি খোলা হয়।১ অক্টোবর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবে ওই হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের হামলায় অন্তত চারজন ইরানি সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া কয়েকটি রাডার সিস্টেমে ‘সীমিত ক্ষতি’ হয়েছে বলে ইরান জানিয়েছে।
সূত্র : এএফপি
Leave a Reply