">
বিনোদন ডেস্কঃ নব্বইয়ের দশকের ব্যস্ত নায়কদের একজন ছিলেন ওমর সানী। বর্তমানে অভিনয়ের চেয়ে নিজের রেস্তোরাঁ ব্যবসা নিয়েই ব্যস্ত তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। নানা ইস্যুতে প্রায়ই পোস্ট দেন তিনি। নিজের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন তিনি। গতকাল জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল সোমবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘জ্বর, সবাই দোয়া করবেন।’
এমন পোস্ট দেওয়ার পরপরই বেশ চিন্তিত হয়ে পেড়েছেন ওমর সানীর ভক্ত থেকে শুরু করে তার সহকর্মীরাও। সবাই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন।
আজ সন্ধ্যার পর ওমর সানীর সঙ্গে কথা হয় সাংবাদিকেরা। তিনি বলেন, ‘টানা চার দিন জ্বরে ভুগেছি।এখন সুস্থ আছি। ডাক্তার বলেছেন, আপাতত শঙ্কামুক্ত। বলেন, অসুস্থতা তেমন গুরুতর নয়। ঠাণ্ডার জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছি। আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে পারি ‘
সর্বশেষ ‘ডেডবডি’ সিনেমা দেখা যায় ওমর সানীকে। কিন্তু ঢালিউডের বক্স অফিসে সফলতার মুখ দেখেনি এটি। প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হওয়ায় সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি স্টার সিনেপ্লেক্স থেকেও নামিয়ে দেওয়া হয়েছিল সিনেমাটি।
প্রসঙ্গত, ‘ডেডবডি’ সিনেমায় ওমর সানী ছাড়া আরো অভিনয় করেছেন জিয়াউল রোশান, শ্যামল মাওলা, ভারতীয় মডেল অন্বেষা রায় প্রমুখ।
Leave a Reply