"> আবারো সাফ জিতলো বাংলাদেশের মেয়েরা আবারো সাফ জিতলো বাংলাদেশের মেয়েরা – doiniksabujbiplob.com
  1. info@doiniksabujbiplob.com : News Dex : News Dex
  2. arrayitlimited@gmail.com : sony :
  3. maswapan2021@gmail.com : maswapan :
  4. nazmulalam.nan@gmail.com : nazmulalam :
  5. dailysabujbiplob@gmail.com : tuhin02 : news dex
  6. royellab@gmail.com : masterid :
  7. tuhin77th@gmail.com : tuhin :
November 10, 2024, 2:40 pm

আবারো সাফ জিতলো বাংলাদেশের মেয়েরা

Reporter Name
  • Update Time : Wednesday, October 30, 2024
  • 25 Time View

ক্রীড়া প্রতিবেদকঃ নেপালের দশরথ স্টেডিয়ামে আরেকবার ইতিহাস গড়লেন বাংলাদেশের মেয়েরা। নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ । স্বাগতিক নেপালকে আরেকবার বাকরুদ্ধ করে ২-১ ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ ছয়বার ফাইনালে উঠে একবারও স্বপ্ন পূরণ করতে পারেনি নেপাল।

সর্বশেষ ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়েই প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার দুই গোলে বাংলাদেশ দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে আজ। সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 

এর নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে নেমে নেপালের বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ করেছে বাংলাদেশ।দুই দলকেই হতাশ করেছে গোলবার। অন্যথা, বাংলাদেশ-নেপাল দুই দলের নামের পাশে ১-১ গোল থাকতে পারত।

দশরথ স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই দারুণ এক সুযোগ পেয়েছিলেন তহুরা খাতুন। নিজের কাজটাও করেছিলেন বাংলাদেশি স্ট্রাইকার।কিন্তু বাধা হয়ে দাঁড়ায় গোলবার। প্রতিপক্ষের এক খেলোয়াড় গোলকিক নেওয়ার সময় পরে গেলে তাতে শট জোরালো হয় না। নেপালের ডি বক্সের সামনেই দাঁড়ানো তহুরা বল পান। গোলরক্ষককে একা পেয়ে শটও নিলেন তিনি। কিন্তু তা বারে লেগে ফিরে আসে। দ্বিতীয়বার সুযোগ পেয়ে হেড দিলে তা ধরে ফেলেন গোলরক্ষক অঞ্জিলা সুব্বা।

এই গোলবারই নেপালকেও হতাশ করে ১০ মিনিটে। আমিশা কারকির শট বারে লেগে ফিরে আসে। ৩৫ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলেন মনিকা চাকমা। গোলরক্ষক অঞ্জিলা গোলবার থেকে বের হয়ে এসে বাংলাদেশের একটি ক্রস প্রতিহত করলে ফাঁকা গোলবারেও বল জালে জড়াতে পারেননি মনিকা।

প্রথমার্ধে কোনো দল গোল না পেলেও বাংলাদেশের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রেখেছিলেন সাবিত্রা ভান্ডারি। বক্সে বেশ কিছু বল বাড়িয়েছিলেন তিনি। যা থেকে গোলও পেতে পারত নেপাল যদি তার সতীর্থরা ঠিকমতো সুযোগগুলো কাজে লাগাতে পারত। তবে সেই সুযোগ দেননি বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়রা।

প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে না পারলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কোচ পিটার বাটলারের শিষ্যরা। যার ফলও পায় বিরতির পর পরেই। ৫২ মিনিটে সাবিনার বাড়ানো বল প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়রা ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে সেই সুযোগ নেন মনিকা। ডান প্রান্ত থেকে নেপালের গোলরক্ষক অঞ্জিলাকে ফাঁকি দেন তিনি। তিন মিনিট পরেই অবশ্য দশরথ স্টেডিয়ামে জন সমুদ্রের গর্জন শুরু হয়। ১৫ হাজারেরও বেশি দর্শককে আনন্দে ভাসান আমিশা।

৫৬ মিনিটে প্রীতি রাইয়ের অবিশ্বাস্য এক পাসে গোলরক্ষক রুপনা চাকমাকে পরাস্ত করেন আমিশা। রক্ষণ চেরা পাসে শুধু বলকে পথ দেখানোই বাকি ছিল। সমতায় ফেরার চতুর্থ মিনিটের মাথায় আরেকটি সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে সাবিত্রা বাঁ প্রান্তের দুরূহ কোণ থেকে যে শট নিলেন তা ডান প্রান্তের গোলবারের বাইরে দিয়ে যায়। 

৬৮ মিনিটে নেপালকে বড় বাঁচা বাঁচিয়েছেন অঞ্জিলা। নিশ্চিত গোলকে যেভাবে শূন্যে লাফ দিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করলেন তা এককথায় অবিশ্বাস্য। বক্সের বাইরে থেকে চোখ-ধাঁধানো এক শট নিয়েছিলেন মারিয়া মান্দা। কিন্তু বাঁ প্রান্তে লাফ দিয়ে দারুণ সেভ দিলেন নেপালের গোলরক্ষক। গ্যালারিতে থাকা নেপালের উত্তাল জন সমুদ্রকে থামানোর দুর্দান্ত এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ৭৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার ক্রসে ঠিকমতো হেড নিতে পারেননি শামসুন্নাহার জুনিয়র।

তবে ৮১ মিনিটে ঠিকই ১৫ হাজারের বেশি সমর্থককে বাকরুদ্ধ করে দিলেন ঋতুপর্ণা। বাঁ প্রান্ত থেকে প্রায় টাচ লাইন থেকে যে শটটা নিলেন তা এককথায় অবর্ণনীয়। নেপালের গোলরক্ষক শূন্যে লাফ দিয়ে বিশ্বস্ত হাতে বলকে বাইরে পাঠানোর চেষ্টা করলেও ঋতুর মাপা শটকে হার মানাতে পারেননি। ম্যাচের একদম শেষ মুহূর্তে পেনাল্টির আবেদন করেছিল নেপাল। তবে ৯০ মিনিটে সাবিত্রার শট যখন মাসুরা পারভিনের হাতে লাগে তখন শরীরের সঙ্গে লেগেছিল তার দুই হাত।

ম্যাচের যোগ করা সময়ে আরেকবার লিড নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে মারিয়ার ক্রসে শামসুন্নাহার জুনিয়রের হেড সরাসরি গোলরক্ষক অঞ্জিলার হাতে চলে যায়। নেপাল পরে চেষ্টা করেও গোল শোধ দিতে না পারেনি। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে পুরো বাংলাদেশ দল। অন্যদিকে ভিন্ন চিত্র তখন পুরো স্টেডিয়ামে। নেপালের পায়ে বল থাকলে একটু আগে যেখানে জন সমুদ্রের ঢেউ উঠত সেই স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
  • dailysabujbiplob@gmail.com
Theme Customization By onlinechannel.Com