">
জয়পুরহাট জেলা প্রতিনিধি ঃ গতকাল (১নভেম্বর) ৫:৪৫ ঘটিকার সময় নওগাঁ জেলার বদলগাছি থানার দুধকুড়ি এলাকা হতে দস্যুতা চক্রের মূলহোতাসহ তিনজন কে গ্রেফতার করেছে ( র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্প এবং একজন আসামি কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন ১। মোঃ হেলাল হোসেন(৪২), পিতা-মৃত জব্বার মন্ডল, গ্রাম- খাদাইল, ২। মোঃ হেলাল উদ্দিন(৪৪),পিতা-মৃত নীল চাঁদ মন্ডল, গ্রাম-নন্দাহার, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ ও ৩। মোঃ কালাম তালুকদার (৩৬),পিতা- মোঃ মন্টু তালুকদার, গ্রাম- ছাতনী (তালুকদার পাড়া),থানা-আদমদিঘী, জেলা-বগুড়া ও পলাতক আসামী ৪। মোঃ আবু হাসান(২৫),পিতা-অজ্ঞাত,থানা ও জেলা-অজ্ঞাত।
র্যাব জানায় গতকাল ১ নভেম্বর ভোরবেলা বদলগাছি থানার দুধকুড়ি এলাকায় একটি ইজিবাইকে যাত্রি বেশে উঠে আসামিরা পরে চালককে ছোরার ভয় দেখিয়ে রশ্মি দিয়ে বেঁধে রাস্তার পার্শ্বে ধান ক্ষেতে ফেলে দিয়ে ইজিবাইক ছিনিয়ে নেই পরে ইজিবাইক চালকের চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলের আশে পাশে চারজন দস্যুকে ঘিরে ফেলে।
পরবর্তীতে র্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছে ৩ জন আসামিকে আটক করে এবং একজন কৌশলে পালিয়ে যায়। আসামিদের হাত থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করে ও তাদের ব্যবহার করা রশি, চারটি ছোরা জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply