"> ট্রাভেল এজেন্সির ৬০ লক্ষাধিক টাকা আত্মসাৎ! গ্রেপ্তার ১ ট্রাভেল এজেন্সির ৬০ লক্ষাধিক টাকা আত্মসাৎ! গ্রেপ্তার ১ – doiniksabujbiplob.com
  1. info@doiniksabujbiplob.com : News Dex : News Dex
  2. arrayitlimited@gmail.com : sony :
  3. maswapan2021@gmail.com : maswapan :
  4. nazmulalam.nan@gmail.com : nazmulalam :
  5. dailysabujbiplob@gmail.com : tuhin02 : news dex
  6. royellab@gmail.com : masterid :
  7. tuhin77th@gmail.com : tuhin :
December 5, 2024, 7:35 am

ট্রাভেল এজেন্সির ৬০ লক্ষাধিক টাকা আত্মসাৎ! গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : Monday, November 4, 2024
  • 33 Time View

রাজধানী ডেস্কঃ রাজধানীর পুরানা পল্টনে ট্রাভেল এজেন্সির ৬০ লক্ষাধিক টাকা আত্মসাৎ ও সেই টাকা দিয়ে ফ্ল্যাট ক্রয়ের অভিযোগে নিকসন মিয়া (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ।

রবিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের শিলাসী নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

পল্টন থানা সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর পুরানা পল্টনের আলগাজী ট্রাভেলসের কমিউনিকেশন ম্যানেজার মীর আহসান হাবিবের (৪৪) অভিযোগের প্রেক্ষিতে পল্টন থানায় একটি প্রতারণার মামলা রুজু হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের মে মাসের এক তারিখ থেকে নিকসন মিয়া আলগাজী ট্রাভেলস অফিসের টিকিটের সেলসম্যান ও পরবর্তীতে টিকেটিং অফিসার হিসাবে নিয়োজিত ছিলেন। কর্মরত থাকাকালীন নিকসন মিয়ার কম্পানির টিকিট ইস্যুর দুটি আইডি ছিল। একটি আইডি কম্পানির নামে ও একটি তার নিজের নামে। উক্ত আইডি দিয়ে নিকসন মিয়া টিকিট ইস্যু করতো এবং ওটিপি নিকসন মিয়ার ই-মেইলে এবং কম্পানির ই-মেইলেও আসত।নিকসন মিয়া টিকিট ইস্যুর পরে মেইলগুলো মুছে ফেলত। 

গত ১৫ অক্টোবর নিকসন মিয়ার আচরণে সন্দেহ হলে কম্পানির হিসাব ও জাজিরা এয়ার লাইন্স থেকে নিকসন মিয়ার ইস্যুকৃত টিকিটের হিসাবের গড়মিল পাওয়া যায়। পরবর্তী সময়ে জাজিরা এয়ার লাইন্স থেকে হিসাব বিবরণী নিলে নিকসন মিয়ার ইস্যুকৃত টিকিটের মূল্য বাবদ ৬০ লাখ ৯৩ হাজার ৭২০ টাকার গড়মিল পাওয়া যায়। তখন নিকসন মিয়ার কাছে ইস্যুকৃত টিকিটের হিসাব চাইলে তিনি উপস্থিত অফিসের অন্যদের সামনে স্বীকার করেন যে, গত ২০/০৭/২০২২ থেকে ১৫/১০/২০২৪ পর্যন্ত তিনি ৬০ লাখ ৯৩ হাজার ৭২০ টাকা অফিসের অ্যাকাউন্টে জমা প্রদান না করে সেই টাকা দিয়ে কদমতলীর মুজাহিদ নগরে একটি ফ্ল্যাট ক্রয় করেছে।

নিকসন মিয়া সেই টাকা ফেরত দেবে বলে কম্পানির নামে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, মতিঝিল, শাখার নামে তিন লাখ ও ১৬ লাখ ১৪ হাজার ৫৩৪ টাকার দুটি চেক প্রদান করে এবং বাকি টাকা কম্পানিতে কাজ করে পর্যায়ক্রমে পরিশোধ করবে বলে জানায়। কিন্তু নিকসন মিয়া ২৪ অক্টোবর ২০২৪ থেকে অফিসে আর আসেনি। নিকসন মিয়াকে অফিসে প্রদত্ত দুটি মোবাইলে ফোন করলেও তাকে পাওয়া যায়নি।

থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ৩ নভেম্বর ২০২৪ রাত সাড়ে ১২টায় ময়মনসিংহের গফরগাঁওয়ের শিলাসী নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নিকসন মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
  • dailysabujbiplob@gmail.com
Theme Customization By onlinechannel.Com