">
রাজধানী প্রতিবেদকঃ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের তৃতীয় শ্রেণীর ক্যান্টিনের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নবজাতকের নাম পরিচয় জানা যায়নি তার বয়স আনুমানিক একদিন।
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ঢামেকের তৃতীয় শ্রেণীর ক্যান্টিনের পাশ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। সত্যতার নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি বলেন, সোমবার সন্ধ্যায় ঢামেকের তৃতীয় শ্রেণীর ক্যান্টিনের পাশে অজ্ঞাতনামা এক দিন বয়সী এক ছেলে নবজাতকের লাশ প্রিন্টের কাপড়ে দিয়ে পেঁচানো অবস্থায় পড়েছিল পরে সেখান থেকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানায় অবগত করা হয়েছে। তিনি আরো বলেন, কে বা কাহারা ওই নবজাতককে থেকে ফেলে রেখে গেছে।
Leave a Reply