">
জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান কবির (৩৯) ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষীপুরা গ্রামে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কবির ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। তার বিরুদ্ধে পার্শ্ববর্তী জেলা নরসিংদীসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানার ১২টি মামলার মধ্যে কয়েকটিতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পালিয়ে অবস্থান করতেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পরদিন তাকে আদালতে পাঠানো হয়েছে।
কবির ডাকাতকে ফরিদপুর কোতয়ালি থানার ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে কোর্টে পাঠানো হলে ৫ আগস্ট হাজত ভেঙে পালিয়ে যায়।
Leave a Reply